উল্লাপাড়ায় সপ্তাহব্যাপী গ্রন্থমেলা শুরু
প্রকাশ : ২২ ফেব্রুয়ারি ২০২৩, ১০:১৬
উল্লাপাড়ায় সপ্তাহব্যাপী গ্রন্থমেলা শুরু
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সিরাজগঞ্জের  উল্লাপাড়ায় শুরু হয়েছে সপ্তাহব্যাপী গ্রন্থমেলা-২০২৩ আট আনার জীবনের আলো' কেনা প্রতিপাদ্যকে সামনে রেখে মঙ্গলবার ( ২১ ফেব্রুয়ারি) উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম প্রধান অতিধি হিসেবে উপস্থিত থেকে বেলা ১১টায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার শুভ উদ্বোধন করেন।


উপজেলা নির্বাহী মোঃ উজ্জল হোসেনের সভাপতিত্বে এবং উপজেলা শিক্ষা কর্মকর্তা সানোয়ার হোসেন এবং মহিলা বিষয়ক কর্মকর্তা নিলুফা ইয়াসমিনের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মহান মুক্তিযুদ্ধে নম্বর সেক্টর কমান্ডার অবসরপ্রাপ্ত মেজর এ কে এম কামরুল  আরেফিন, উল্লাপাড়া উপজেলা কমিশনার (ভূমি) ইসরাত জাহান উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফয়সাল কাদের  রুমি , সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, উপজেলা ভাইস চেয়ারম্যান মনিরুজ্জমান পান্না, বিবলী ইসলাম কবিতা প্রমূখ।


উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উজ্জল হোসেন জানান, উপজেলার প্রাথমিক ও মাধ্যামিক বিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের মাসিক আট আনা চাঁদার অর্থে গঠিত আলো ট্রাস্টের মাধ্যমে প্রতি বছর  উপজেলা পরিষন চত্বরে এই গ্রন্থমেলার আয়োজন করা হয়।


শিক্ষার্থীদের চাঁদার অর্থে মেলা পরিচালিত হয়। এ বছর মেলার ৫০ টিরও বেশি স্টল এসেছে। এই গ্রন্থমেলায় প্রতিদিন বিকেল ৪ টা থেকে রাত ৯ টা পর্যন্ত সাংস্কৃতিক ব্যবস্থা রাখা হয়েছে। এছাড়া প্রতিবারের ন্যায় এবারও প্রকাশিত হবে শিক্ষার্থীদের লেখা স্মরণিকা ফাগুনের আবাহন'। আগামী ২৭ ফেব্রুয়ারি  মেলার সমাপনী দিন।


বিবার্তা/কাইয়ুম/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com