
ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়ক জায়েদ খান এখনো ব্যাচেলর তকমায় রয়ে গেছেন, যদিও তার সমসাময়িক অনেক তারকা বিয়ে করেছেন। ফলে জায়েদ খান বিয়ের খবরে শিরোনামে এসেছেন একাধিকবার।
সম্প্রতি শোনা যায়, বিয়ে করেছেন জায়েদ খান। মূলত উপস্থাপক ও অভিনেতা শাহরিয়ার নাজিম জয় সোশ্যাল মিডিয়া ফেসবুকে দুটি ছবি পোস্ট করেছেন। যেখানে ক্যাপশনে তিনি লিখেছেন, ‘অসাধারণ পরিবর্তন, মুগ্ধ আমি। উনার (জায়েদ) কিন্তু বিয়ে হয়ে গেছে।’ এরপরই সোশ্যাল থেকে শুরু করে বিভিন্ন মাধ্যমে জায়েদ খানের বিয়ের খবর ছড়িয়ে পড়ে।
কিন্তু আসলেই কি বিয়ে করেছেন জায়েদ খান? এ ব্যাপারে একটি সংবাদমাধ্যমকে তিনি জানান, বিয়ে করেননি। আসলে জয় আলোচনায় রাখার জন্য এমন স্ট্যাটাস দিয়েছেন। এ অভিনেতা বলেন, আমি বিয়ে করলে অবশ্যই আপনারা জানতেন। জয় ভাই মজা করেই এ ধরনের স্ট্যাটাস দিয়েছেন। তার কাজই তো আলোচনায় থাকা।
এছাড়াও জায়েদ খান এ সময় চিত্রনায়িকা নিপুণ প্রসঙ্গে কথা বলেন। তার ভাষ্যমতে―গতবার যখন শিল্পী সমিতির নির্বাচনে আমি জয়লাভ করলাম, তখন এই মহিলা অন্যায়ভাবে আদালতে গিয়ে দাঁড়ালেন। কিন্তু এবার তো ভোট সুষ্ঠুভাবে হয়েছিল বলে তিনি মেনে নিয়েছিলেন। তাহলে আদালতে গিয়ে রিট করলেন কেন? তার অর্থ ওনার মানসিক সমস্যা রয়েছে।
প্রসঙ্গত, জায়েদ খান বর্তমানে দেশে অবস্থান করছেন। তবে সাম্প্রতিক দেশ-বিদেশে বিভিন্ন স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন তিনি। সেই ধারাবাহিকতায় কিছুদিন পরই লন্ডনের উদ্দেশে উড়াল দেবেন এ নায়ক।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]