বালিয়াকান্দিতে প্রতিপক্ষের হামলায় আনারস প্রতীকের কর্মী আহত
প্রকাশ : ১৭ মে ২০২৪, ০৯:৪৬
বালিয়াকান্দিতে প্রতিপক্ষের হামলায় আনারস প্রতীকের কর্মী আহত
রাজবাড়ী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলা পরিষদ নির্বাচনের ভোট চেয়ে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় সৈয়দ আলী আজম (৫৭) নামে আনারস প্রতীকের কর্মী আহত হয়েছে। তিনি বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।


বৃহস্পতিবার (১৭ মে) রাত ১০ টার দিকে উপজেলার দক্ষিণবাড়ী গ্রামের দরগার পাশে জহিরের বাড়ীর সামনে এ হামলার ঘটনা ঘটে।


আহত সৈয়দ আলী আজম উপজেলার নবাবপুর ইউনিয়নের দক্ষিণবাড়ী গ্রামের সৈয়দ মোকছেদুর রহমানের ছেলে। তিনি উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবুল কালাম আজাদের কর্মী।


আহত সৈয়দ আলী আজম বলেন, আমি আবুল কালাম আজাদের আনারস মার্কা প্রতিকের ভোট চেয়ে রামদিয়া ব্রিজ ঘাট এলাকা থেকে বাড়ি ফিরছিলাম। দক্ষিণ বাড়ি দরগার পাশে জহিরের বাড়ির সামনে পৌছালে এহসানুল হাকিম সাধনের মোটরসাইকেল প্রতিকের সমর্থক নবাবপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জীবন, মনিরসহ ৩ জন পিছন থেকে মোটরসাইকেল যোগে এসে মাথা লক্ষ্য করে কোপ দেয়। বুজতে পেরে মাথা সরিয়ে নিলে মাথায় পিছনে কেটে যায়। পরে আমার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে মোটরসাইকেল নিয়ে তারা পালিয়ে যায়।


নবাবপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জীবন বলেন, আমি এই ঘটনার বিষয়ে কিছুই জানি না। আমি মোটরসাইকেল প্রতীকের প্রার্থী উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এহসানুল হাকিম সাধনের কর্মী হওয়ায় আমাকে হয়রানি করার জন্য সে আমার বিরুদ্ধে অভিযোগ তুলেছে। ঘটনার সময় বরইচড়া অফিসে নির্বাচনী প্রচারণায় ব্যস্ত ছিলাম।


বালিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ ফোর্সসহ আমি নিজে গিয়েছিলাম।পরিস্থিতি স্বাভাবিক আছে। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিবার্তা/মিঠুন/মাসুম

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com