
বাংলাদেশ পুলিশের আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন বলেছেন, এই সরকারের সময়ে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে পুলিশ সাফল্যজনক ভূমিকা পালন করেছে। দেশে জঙ্গি ও সন্ত্রাস সম্পূর্ণরূপে নিয়ন্ত্রণে রয়েছে। এজন্য প্রধানমন্ত্রী পুলিশের জনবল বৃদ্ধি ও প্রয়োজনীয় সবকিছু দিয়েছেন। দেশবিদেশে প্রশিক্ষণ দিয়ে পুলিশ বাহিনীকে ডিটিজাল বাংলাদেশের উপযোগী করে গড়ে তুলেছেন।
১৭ মে, শুক্রবার দুপুরে সুনামগঞ্জ শহর পুলিশ ফাঁড়ির চারতলা বিশিষ্ট পুলিশের স্টুডিও অ্যাপার্টমেন্ট উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
আইজিপি আরও বলেন, প্রধানমন্ত্রীর জিরো টলারেন্স নীতির কারণে জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদ দমনে এই সাফল্য অর্জন হয়েছে।
নির্বাচনের দায়িত্ব পালন প্রসঙ্গে তিনি আরও বলেন, বাংলাদেশ পুলিশ বাহিনী দেড়শ বছরের প্রতিষ্ঠান। দীর্ঘদিন পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে আসছে। নির্বাচনি দায়িত্বসহ দেশের মানুষের নিরাপত্তার দায়িত্ব পালন করে আসছে। নির্বাচনসহ যেকোনো দায়িত্ব পালনে ও চ্যালেঞ্জ মোকাবিলায় পুলিশের সব ধরনের সক্ষমতা রয়েছে।
এর আগে আইজিপি সুনামগঞ্জ শহরের ওয়েজখালীতে পুলিশ অফিসার্স মেস ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও পুলিশ লাইন্সে পুলিশ হাসপাতালে পুলিশ ল্যাবের উদ্বোধন করেন। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিবার্তা/সউদ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]