শিরোনাম
প্রাণভিক্ষার আবেদন করবেন মুফতি হান্নান
প্রকাশ : ২২ মার্চ ২০১৭, ১১:১০
প্রাণভিক্ষার আবেদন করবেন মুফতি হান্নান
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর ওপর হামলা ও পুলিশসহ তিনজনের মৃত্যুর ঘটনায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত হরকাতুল জিহাদ (হুজি) নেতা মুফতি আবদুল হান্নান রাষ্ট্রপতির নিকট প্রাণভিক্ষার আবেদন করার ইচ্ছা পোষণ করেছেন।


বুধবার সকাল ১০টার দিকে কাশিমপুর হাই সিটিউরিটি কেন্দ্রীয় কারাগারে রিভিউ আবেদন খারিজের রায় পড়ে শোনানো হলে মুফতি হান্নান ও শাহেদুল আলম ওরফে বিপুল রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষা চাওয়ার ইচ্ছা পোষণ করেন।


কারাগারের সিনিয়র জেল সুপার মো. মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।


এর আগে মঙ্গলবার রাত ১২টার পর জঙ্গি নেতা মুফতি আব্দুল হান্নান ও শরীফ শাহেদুল আলম বিপুলের ফাঁসির বিরুদ্ধে করা রিভিউ খারিজের রায় গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারে এসে পৌঁছায়।


এরপর বুধবার সকাল সাড়ে ১০টার পর কাশিমপুর হাই সিকিউরিটি কারাগার কর্তৃপক্ষ দু’জনকে এ রায় পড়ে শোনায়।


ফাঁসির দণ্ডপ্রাপ্ত মুফতি আব্দুল হান্নান ও শরীফ শাহেদুল আলম বিপুলকে কাশিমপুর হাই সিকিউরিটি এবং দেলোয়ার হোসেন রিপন বর্তমানে সিলেট কেন্দ্রীয় কারাগারে কনডেম সেলে বন্দি রয়েছেন।


বিবার্তা/জাকিয়া/যুথি


>>মুফতি হান্নানের রিভিউ খারিজের রায় কাশিমপুরে

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com