শিরোনাম
না.গঞ্জে ৭ খুন: আদালতে আসামিরা
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০১৭, ১০:১০
না.গঞ্জে ৭ খুন: আদালতে আসামিরা
নারায়ণগঞ্জ প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ৭ খুনের মামলার রায় আজ সোমবার ঘোষণা হবে। এ মামলায় গ্রেফতার হয়ে কারাগারে থাকা ২৩ আসামিকে সকালে আদালতে আনা হয়েছে। বিচারকও আদালতে এসেছেন।


নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেন এই রায় ঘোষণা করবেন। রায়ের অপেক্ষায় নিহত সাতজনের পরিবার ও পুরো বাংলাদেশ।


রায় ঘোষণাকে কেন্দ্র করে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ ও আশপাশের এলাকায় নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। বিশৃঙ্খল পরিস্থিতি ঠেকাতে নারায়ণগঞ্জ আদালতসহ সংশ্লিষ্ট এলাকায় বিপুলসংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছে জলকামান, পুলিশভ্যান ও প্রিজনভ্যান।


আদালতে প্রবেশের দুটি ফটকে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আদালতে প্রবেশের ক্ষেত্রে তল্লাশির ব্যবস্থা নেয়া হয়েছে। আদালতের বাইরেও সতর্ক রয়েছে পুলিশ।


বিবার্তা/আছিয়া/নিশি


>> নারায়ণগঞ্জে ৭ খুন মামলার রায় আজ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com