শিরোনাম
নারায়ণগঞ্জে ৭ খুন মামলার রায় আজ
প্রকাশ : ১৬ জানুয়ারি ২০১৭, ০১:১১
নারায়ণগঞ্জে ৭ খুন মামলার রায় আজ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর ৭ খুনের মামলার রায় আজ সোমবার ঘোষণা হবে।


নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ সৈয়দ এনায়েত হোসেইন ২০১৬ সালের ৩০ নভেম্বর রায় ঘোষণার এ তারিখ নির্ধারণ করেন।


মামলার অভিযোগে বলা হয়, র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব) একটি টিম ২০১৪ সালের ২৭ এপ্রিল নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের কাউন্সিলর নজরুল ইসলামকে তার তিন সঙ্গী ও ড্রাইভারসহ অপহরণ করে।


এ ছাড়া এই অপহরণের ঘটনা প্রত্যক্ষ করায় সিনিয়র আইনজীবী চন্দন সরকার ও তার গাড়ী চালককেও অপহরণ করা হয়। পরবর্তীতে তাদের হত্যা করে শীতলক্ষ্যা নদীতে ফেলে দেয়া হয়। এই ঘটনায় নজরুল ইসলামের পরিবার ও চন্দন সরকারের পরিবার পৃথক মামলা করে।


এই অপহরণ ও হত্যাকাণ্ডে জড়িতদের অভিযোগে র্যা বের ৩ কর্মকর্তা লে. কর্নেল তারিক সাঈদ মোহাম্মদ, মেজর আরিফ হোসেন ও লে. কমান্ডার এস এম মাসুদ রানাকে চাকরি থেকে বরখাস্ত করা হয়।


এ হত্যা মামলায় প্রধান আসামি নূর হোসেন ও র্যা বের বরখাস্ত ৩ কর্মকর্তাসহ ৩৫ জন আসামি রয়েছে। এর মধ্যে ১২ জন পলাতক।


বিবার্তা/সোহেল/পলাশ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com