হামাসপ্রধানের বাড়ি গুঁড়িয়ে দেয়ার দাবি ইসরায়েলের
প্রকাশ : ১৬ নভেম্বর ২০২৩, ১৭:২৩
হামাসপ্রধানের বাড়ি গুঁড়িয়ে দেয়ার দাবি ইসরায়েলের
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

গাজায় অবস্থিত ফিলিস্তিনি সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়ার বাড়ি গুঁড়িয়ে দেয়ার দাবি করেছে ইসরায়েল। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।


ইসরায়েলি সামরিক বাহিনীও (আইডিএফ) এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেছে। তবে হামলার সময় বাড়িটিতে কেউ ছিল কি না তা জানা যায়নি।


চলতি মাসে দ্বিতীয় বারের মতো হানিয়ার বাড়ি লক্ষ্য করে হামলা চালানো হলো। গত ৪ নভেম্বর আল আকসা রেডিওর প্রতিবেদনে বলা হয়, হানিয়ার বাড়ি লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল। ২০১৯ সাল থেকেই ফিলিস্তিনি এই নেতা গাজার বাইরে আছেন।


গাজা উপত্যকায় হামাসের প্রতিষ্ঠাতা শেখ আহমেদ ইয়াসিনের ঘনিষ্ঠ সহযোগী ছিলেন ইসমাইল হানিয়া। ২০০৪ সালে ইসরায়েলি বিমান হামলায় শেখ আহমেদ ইয়াসিন নিহত হন। এরপর হামাসে ইসমাইল হানিয়ার প্রভাব আরও শক্ত হয়। ফিলিস্তিনের রাজনীতিতে ইসমাইল হানিয়ার সরাসরি উত্থান ঘটে ২০০৬ সালের জানুয়ারির নির্বাচনের আগে। মাহমুদ আব্বাসের নেতৃত্বাধীন বিভক্ত ফাতাহ দলের বিপরীতে জয় পায় তাঁর দল।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com