শিরোনাম
বিশ্বে করোনায় আরো ৫১ মৃত্যু, বেড়েছে শনাক্ত
প্রকাশ : ০২ আগস্ট ২০২৩, ১৭:১১
বিশ্বে করোনায় আরো ৫১ মৃত্যু, বেড়েছে শনাক্ত
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

করোনায় বিশ্বব্যাপী গত ২৪ ঘণ্টায় আরো ৫১ জনের মৃত্যু হয়েছে। এসময় আক্রান্ত হয়েছেন ৫ হাজার ৩১ জন। সুস্থ হয়েছেন ৬ হাজার ৩৭০ জন।


২ আগস্ট, বুধবার সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারস থেকে এ তথ্য পাওয়া যায়।


এদিকে, গত ২৪ ঘণ্টায় করোনায় সবচেয়ে বেশি মৃত্যুর ঘটনা ঘটেছে ব্রাজিলে। এসময় দেশটিতে মৃত্যু হয়েছে ১৯ জনের এবং আক্রান্ত হয়েছে ১ হাজার ৬২২ জন। আর সবচেয়ে বেশি আক্রান্তের ঘটনা ঘটেছে যুক্তরাষ্ট্রে। এসময় দেশটিতে আক্রান্ত হয়েছে ১ হাজার ৯৫৫ জন এবং মৃত্যু হয়েছে ১৩ জনের।


এছাড়া ফিলিপাইনে আক্রান্ত হয়েছে ১০০ জন এবং মৃত্যু হয়েছে ১০ জনের। রোমানিয়ায় আক্রান্ত হয়েছে ৫৯৫ জন এবং মৃত্যু হয়েছে ৪ জনের। ক্রোয়েশিয়ায় আক্রান্ত হয়েছে ৩৩ জন এবং মৃত্যু হয়েছে ৪ জনের।


বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬৯ কোটি ২৫ লাখ ৪৯ হাজার ৪৮৯ জন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৬৯ লাখ ৩ হাজার ৭৩০ জনের। সুস্থ হয়েছেন ৬৬ কোটি ৪৬ লাখ ১০ হাজার ৭১৮ জন।


উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) করোনাকে বৈশ্বিক মহামারি হিসেবে ঘোষণা করে।


বিবার্তা/লিমন

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com