শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফ্রান্স
প্রকাশ : ১৭ জুন ২০২৩, ০৯:৪৯
শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফ্রান্স
আন্তর্জাতিক ডেস্ক
প্রিন্ট অ-অ+

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল ফ্রান্স। স্থানীয় সময় শুক্রবার সন্ধ্যায় ৫ দশমিক ৮ মাত্রার এ ভূমিকম্প আঘাত হানে। এতে বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।


এ নিয়ে ফ্রান্সের বাস্তুসংস্থান পরিবর্তনবিষয়ক মন্ত্রী ক্রিস্টোফ বেচু বলেন, আমাদের মূল ভূখণ্ডে হওয়া অন্যতম শক্তিশালী ভূমিকম্প এটি।


এএফপি জানায়, এ ধরনের ভূমিকম্প ফ্রান্সে ২০ শতকের শুরুতে আঘাত হেনেছিল।


ফ্রান্সের ভূমিকম্প নজরদারি সংস্থা আরইএনএএসএস-এর জানায়, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৩। তবে ফরাসি সেন্ট্রাল সিসমোলজিক্যাল ব্যুরো (বিসিএসএফ) জানায়, ভূমিকম্পটির মাত্রা ছিল ৫ দশমিক ৮।


ফ্রান্সে এ ভূমিকম্পে ডি সেভ্রেস বিভাগে এখন পর্যন্ত একজনের সামান্য আহত হওয়ার খবর পাওয়া গেছে।


স্থনীয় প্রশাসন জানায়, বিভাগটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে বেশ কয়েকটি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া পার্শ্ববর্তী চারেন্ট-মেরিটাইম বিভাগে প্রায় ১১ শ বাড়ি বিদ্যুৎহীন হয়ে পড়েছে।


ফ্রান্সে ৫ মাত্রার ভূমিকম্প খুবই বিরল। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলীয় বিভাগ ড্রোমে ২০১৯ সালে ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com