
কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন উপমহাদেশের জনপ্রিয় প্রবীণ অভিনেতা মিঠুন চক্রবর্তী।
অভিনেতার ঘনিষ্ঠ একটি সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের খবর, শনিবার (১০ ফেব্রুয়ারি) জানিয়েছে, সকালে বুকে ব্যথা ও অস্বস্তি শুরু হয় তার। এরপরেই বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রবীণ অভিনেতাকে।
চিকিৎসকদের কড়া নজরে রয়েছেন মহাগুরু। বিশেষ মেডিকেল টিম তৈরি করা হয়েছে। প্রাথমিকভাবে তার এমআরই করা হয়েছে। এরপর পরবর্তী চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। স্ট্রোক হয়ে কি না, তা নিশ্চিত নয়।
জানা গেছে, শনিবার সকালে অভিনেতা সোহম চক্রবর্তীর প্রযোজনায় ‘শাস্ত্রী’ সিনেমার শুটিং চলাকালে বুকে ব্যথা শুরু হয় মিঠুনের। এরপর সেখানেই বসে পড়েন। সঙ্গে সঙ্গে তাকে হাসপাতালে নিয়ে যান অভিনেতা ও বিধায়ক সোহম চক্রবর্তী।
মিঠুনের আপাতভাবে যে শারীরিক সমস্যাগুলো দেখা দিয়েছে, সেগুলো প্রাথমিকভাবে স্ট্রোকের উপসর্গ। তবে স্ট্রোক হয়েছে কিনা তা এখনও নিশ্চিত নয়। প্রাথমিকভাবে অভিনেতার এমআরআই করা হয়েছে। চিকিৎসকদের মতে, এমআরআই রিপোর্ট দেখে এ বিষয়ে জানা যাবে।
এর পাশাপাশি আরও বেশ কিছু পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। ইতিমধ্যেই চিকিৎসকদের একটি টিম তৈরি করা হয়েছে। বর্তমানে চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন মিঠুন।
বিবার্তা/লিমন
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]