
নাটোরের শহরতলীতে মোবাইল ফোন চুরিকে কেন্দ্র করে এসএসসি পরীক্ষার্থীর ছুরিকাঘাতে খোরশেদ আলী নামের এক রিকশাচালকের মৃত্যু হয়েছে।
বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৭ টার দিকে সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের তেগাছি গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রিকশাচালক ওই গ্রামের ইউনুস আলীর ছেলে। এ ঘটনার পর থেকে অভিযুক্ত শিক্ষার্থী পলাতক রয়েছেন। তিনি একই গ্রামের বাসিন্দা।
পুলিশ ও নিহতের স্বজনরা জানান, রিকশাচালক খোরশেদ আলীর সম্প্রতি মোবাইল ফোন চুরি হয়। এতে সেই শিক্ষার্থীকে সন্দেহ করা হয়। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ওই গ্রামের সাবেক ইউপি সদস্য সাইফুলের বাড়ির সামনে খোরশেদ আলীকে ছুরি দিয়ে ঘাড়ে আঘাত করে সেই শিক্ষার্থী। এ সময় স্থানীয়রা তাকে আহত অবস্থায় উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত খোরশেদের মামাতো ভাই ফারুক হোসেন বলেন, তার ভাই রিকশা চালিয়ে খায় এবং বাড়িতে একাই থাকে। তার স্ত্রী-সন্তান ঢাকায় পোশাক কারখানায় কাজ করেন।
নাটোর থানার ওসি মাহবুর রহমান জানান, মোবাইল ফোনকে কেন্দ্র করে গলায় ছুরি মেরে তাকে খুন করা হয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্ব পরিকল্পনা থেকে গলায় ছুরি মারা হয়েছে। ঘটনার পর থেকে পুলিশ ও সেনাবাহিনী কাজ করছে।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]