
দিনাজপুরের হাকিমপুর হিলি স্থলবন্দরে যথাযথ মর্যাদায় আন্তর্জাতিক শ্রমিক দিবস ও মহান মে দিবস পালিত হয়েছে ।
দিবসটি উপলক্ষ্যে বৃহস্পতিবার(১ মে) সকাল ৮টায় বাংলাহিলি চার মাথায় জাতীয়তাবাদী শ্রমিক দলের আয়োজনে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় এবং কালো পতাকা উত্তোলনসহ বিভিন্ন শ্রমিক সংগঠন সহ বিএনপি নেতাকর্মীরা । পরে সকলের উপস্থিতিতে কালো ব্যাচ ধারণ করেন। পরে স্থলবন্দরে চারমাথা মোড়ে বিভিন্ন সংগঠন বর্ণাঢ্য র্যালি নিয়ে একত্রিত হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পানামা পোর্টের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র্যালিতে বাংলাদেশ শ্রমিকদল, আরনু জুট মিলস, হিলি পানামা পোর্ট লিংক, বাস শ্রমিক, কুলি শ্রমিক ঐক্য, আটো বাইক, ট্রাক ও ট্রেংকলরী শ্রমিক, মাইক্রোবাস শ্রমিক সহ বিভিন্ন শ্রমিক ইউনিয়ন অংশ গ্রহণ করেন।
হাকিমপুর উপজেলা শ্রমিক দলের সদস্য সচিব মোফাজ্জল হোসেন মোফার সঞ্চালনায়, আহ্বায়ক মো. রেজাউল করিম এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির উপদেষ্টা মো. আকরাম হোসেন মন্ডল, সভাপতি ফেরদৌস রহমান, সহ সভাপতি মো. শাহিনুর ইসলাম, মো. এরফান আলী, সাধারণ সম্পাদক মো. সাখাওয়াত হোসেন শিল্পী, যুগ্ন সাধারণ সম্পাদক এস এম রেজা বিপুল, পৌর বিএনপি ভারপ্রাপ্ত সভাপতি ফরিদ খাঁন, সাধারণ সম্পাদক মো. নাজমুল হক, হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো. সুজন মিঞা, যুগ্ম সম্পাদক মো. জুয়েল হোসেন, পৌর শ্রমিক দলের আহ্বায়ক ওমর আলী মল্লিক, সদস্য সচিব সোহেল রানা, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আলী হোসেন, আসমান হোসেন বাবু সহ উপজেলা, পৌর ও ইউনিয়ন শ্রমিক সংগঠনের অনেকে।
বিবার্তা/রব্বানী/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]