'আমরা ক্ষমতায় গেলে পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারবে'
প্রকাশ : ০১ মে ২০২৫, ০১:০০
'আমরা ক্ষমতায় গেলে পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারবে'
ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিএনপি ক্ষমতায় গেলে পুলিশ স্বাধীনভাবে কাজ করতে পারেবে। বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করতে পারেব। তবে তার আগেও আমরা পুলিশের সংষ্কার চাই বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।


৩০ এপ্রিল, বুধবার বিকেলে ঠাকুরগাঁও সদর উপজেলার ৪ নং বড়গাঁও ইউনিয়নের লক্ষীরহাট বিদ্যালয় মাঠে গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে পথসভায় হিন্দু সম্প্রদায়ের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন তিনি।


তিনি বলেন, ১৫ বছর পুলিশ আমাদের উপর অনেক অত্যাচার করেছে। ভবিষ্যতে এমনটি যেন আর না হয়, তাই পুলিশের সংস্কারের কথা বলছি আমরা। আমরা এমন রাষ্ট্র তৈরি করতে চাই যেখানে স্বাধীনভাবে কাজ করবে বিচার বিভাগ ও প্রশাসন। এছাড়াও আমার নির্দিষ্ট নির্দেশনা দেয়া আছে অপরাধীরা যে দলেরই হোক, কোন প্রকার অন্যায় করলে তাকে আইনের আওতায় নিয়ে বিচার করতে হবে।


তিনি বলেন, সনাতন ধর্ময়ীয় লোকেরা আওয়ামী লীগের কাছে একদিনের পাগড়ির মতো। তারা শুধু ভোটের দিনই সনাতনীদের ব্যবহার করে আর সংখ্যালঘু তকমা লাগিয়ে রাজনৈতিক স্বার্থ হাসিলে তাদের কাজে লাগাতো। তবে অমরা বলতে চাই, আমরা সবাই যার যার মত রাজনীতি করতে পারি, কিন্তু ক্ষমতায় গেলে আমরা কেনো বিভাজন তৈরি করবো না।


‘ওরা হিন্দু না মুসলান, ওই জিজ্ঞেসে কোন জন’ কবিতার দুটি লাইন আবৃতি করে তিনি বলেন, আমরা আমাদের স্বার্থেই হিন্দু মুসলমানকে ভাগ করেছি। অন্য ধর্ম গুলির ক্ষেত্রেও তাই। বচরের পর বছর আমরা এক সাথেই রয়েছি তবুও রাজনৈতিক স্বার্থে আমরা নিজেরাই এদের ভাগ করছি। কেউ নৌকা, কেউ ধানের শিষ।


সবশেষে মির্জা আলমগীর বলেন, আমরা ধর্মীয় হানাহানি চাই না, মিথ্যা মামলা চাই না। আমার ছাত্ররা পড়ার ভালো পরিবেশ চায়, কৃষকরা কৃষির ন্যায্যমূল্য চায়, কোন হানাহানি চায় না। আমরা সে ব্যবস্থই করবো। তাই আমরা অতিদ্রুত একটা জনগণের সরকারের দাবিতে নির্বাচন চাইছি । এসময় তিনি সকল ধর্মের লোকেদের এক হয়ে কাজ করে দেশটাকে গড়ার আহবান জানান।


এসময় জেলা বিএনপির সাধারণ সম্পাদক মির্জা ফয়সল আমিন,যুগ্ন সাধারন সম্পাদক পয়গাম আলী, সদর বিএনপি সভাপতি আব্দুল হামিদ,সাধারণ সম্পাদক মাহাবুব হোসেন তুহিনসহ দলটির নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন। পরে তিনি ওই ইউনিয়নের আরও দুটি স্থানে গণসংযোগে যোগ দেন।


বিবার্তা/বিধান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com