আলোচিত মডেল মেঘনা আলম কারামুক্ত
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ২৩:০৫
আলোচিত মডেল মেঘনা আলম কারামুক্ত
গাজীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

আলোচিত মডেল মেঘনা আলম কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে কারামুক্ত হয়েছেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তিনি কারামুক্ত হন।


কারাগারের সিনিয়র জেল সুপার মোছা. কাওয়ালিন নাহার বিষয়টি নিশ্চিত করেছেন।


কারা সূত্রে জানা যায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের ৩০ দিনের আটকাদেশ নিয়ে ১০ এপ্রিল থেকে কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে বন্দি ছিলেন মেঘনা আলম। পরবর্তী সময়ে জননিরাপত্তা বিভাগ থেকে ওই আটকাদেশ প্রত্যাহার করা হয় এবং ধানমন্ডি থানার অন্য একটি মামলায় তিনি জামিন পান। জামিন পাওয়ায় আজ তাকে মুক্তি দেওয়া হয়েছে।


মামলা সূত্রে জানা যায়, মেঘনা আলম, দেওয়ান সমিরসহ অজ্ঞাতপরিচয় ২-৩ জন একটি সংঘবদ্ধ প্রতারকচক্রের সক্রিয় সদস্য। তারা সুন্দরী মেয়েদের দিয়ে বাংলাদেশে কর্মরত বিভিন্ন বিদেশি রাষ্ট্রের কূটনীতিক/প্রতিনিধি ও দেশীয় ধনাঢ্য ব্যবসায়ীদের প্রেমের ফাঁদে ফেলে অবৈধ সম্পর্ক স্থাপন করাতেন। পরে ব্ল্যাকমেইল করে তাদের সম্মানহানির ভয় দেখিয়ে অর্থ আদায় করতেন।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com