নতুন বছরে পরীমণির 'নতুন গোলাপ'
প্রকাশ : ১১ ডিসেম্বর ২০২৫, ১১:১৫
নতুন বছরে পরীমণির 'নতুন গোলাপ'
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

এ বছরের শুরুতেই ঘোষণা আসে পরীমণির নতুন সিনেমা ‘গোলাপ’-এর। যেখানে নায়িকার সহশিল্পী হিসেবে রয়েছেন নিরব হোসেন। রাজনৈতিক ঘরানার থ্রিলারটি পরিচালনা করছেন সামছুল হুদা।


ঘোষণার সময় জানানো হয়েছিল, চলতি বছরের ফেব্রুয়ারিতেই শুটিং শুরু হবে। ঘোষণা আসার পর থেকেই সিনেমাটি নিয়ে দর্শকের আগ্রহ বাড়তে থাকে। কিন্তু ১১ মাস পেরিয়ে গেলেও এখনও শুটিং শুরু হয়নি।


জানা গেছে, শুটিং পিছিয়ে যাওয়া মূলত গল্পসংক্রান্ত জটিলতার কারণে। এ বিষয়ে পরিচালক সামছুল হুদা গণমাধ্যমকে বলেন, ‘গল্প নিয়ে কিছু জটিলতা তৈরি হয়েছিল, তাই এ বছর ক্যামেরা চালু করা যায়নি। পুরো টিমের সঙ্গে আলোচনা করে গল্প নতুনভাবে সাজানো হয়েছে। পরিকল্পনা আছে আগামী ফেব্রুয়ারিতে শুটিং শুরু করার।’


নতুন শুটিং সময়সূচি নিয়ে ইতোমধ্যে পরীমণি ও নিরবসহ পুরো টিমের সঙ্গে কথা হয়েছে। নির্মাতা জানান, নিয়মিত যোগাযোগ চলছে এবং নতুন গল্প, দৃশ্য ও শুটিং পরিকল্পনা নিয়ে আলোচনাও হয়েছে। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে অনুমতি পেলেই শুটিংয়ের চূড়ান্ত তারিখ ঘোষণা করা হবে।


গল্পওয়ালা প্রডাকশনের ব্যানারে নির্মিত হচ্ছে ‘গোলাপ’। ছোট শহরের রাজনৈতিক বাস্তবতাকে কেন্দ্র করে সাজানো এ থ্রিলার সিনেমার গল্প, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন অনিক বিশ্বাস। নির্মাতা এবং অভিনয়শিল্পীরা আশা করছেন, নতুন বছরে শুটিং শুরু হবে এবং দর্শক পাবে একটি টানটান উত্তেজনাপূর্ণ চলচ্চিত্র।


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com