শ্রমিক দিবসে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
প্রকাশ : ০১ মে ২০২৫, ০৯:১৩
শ্রমিক দিবসে রাজধানীতে বর্ণাঢ্য শোভাযাত্রা
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বিশ্বের শ্রমজীবী মেহনতি মানুষের অধিকার আদায়ের দিন মহান মে দিবস বা শ্রমিক দিবস আজ। দিবসটি উপলক্ষ্যে দিনের শুরুতেই বাদ্যযন্ত্র ও নানান সাজে বর্ণাঢ্য আয়োজনে অনুষ্ঠিত হয়েছে শোভাযাত্রা।


বৃহস্পতিবার (১ মে) সকাল ৮টার দিকে রাজধানীর খামারবাড়ীতে এ শোভাযাত্রা শুরু হয়। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ শোভাযাত্রার আয়োজন করে।


শোভাযাত্রাটি খামারবাড়ী থেকে শুরু হয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের দিকে এগিয়ে যায়। এসময় মহান মে দিবস লেখা সম্বলিত পোশাক গায়ে, বাদ্যযন্ত্রের তালে ও ঘোড়ার গাড়িতে শব্দযন্ত্রের (বক্স) তালে তালে শোভাযাত্রাটি এগিয়ে যায়।


জানা গেছে, ‘শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে’ প্রতিপাদ্যে একগুচ্ছ আয়োজনের মধ্যে দিয়ে এবারের মে দিবসের মূল অনুষ্ঠান হবে চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে। অনুষ্ঠানে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com