
লন্ডনের জেনিসিস সিনেমা হলে বাংলা সিনেমা "মাইক" প্রদর্শিত হয়েছে রবিবার (২৭ এপ্রিল)। এটি একটি শিশুতোষ চলচ্চিত্র, যা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে উপজীব্য করে নির্মিত। এফ এম শাহীনের গল্প ও প্রযোজনায় চলচ্চিত্রটি যৌথভাবে পরিচালনা করেছেন এফ এম শাহীন ও হাসান জাফরুল বিপুল।
"মাইক" সিনেমাটি মুক্তির পর আন্তর্জাতিক পর্যায়েও প্রশংসিত হয়েছে। ২০২৪ সালে নিউইয়র্কে অনুষ্ঠিত সুচিত্রা সেন আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে এটি শ্রেষ্ঠ শিশুতোষ চলচ্চিত্র হিসেবে পুরস্কৃত হয়।
লন্ডনে ডায়াস্পারা ৭১-এর উদ্যোগে প্রদর্শিত হয়েছে সিনেমাটি। মূলত ১৯৭৫ সালের বঙ্গবন্ধুকে হত্যার পর যেভাবে জয়বাংলা এবং বঙ্গবন্ধু বাংলাদেশে নিষিদ্ধ ছিলেন সেই সময়ে , এদল কিশোর কিভাবে সেই ভাষণ প্রচার করে মানুষের মাঝে প্রতিবাদের স্পৃহা জাগিয়ে তুলেছিল সেটি উপজীব্য করেই নির্মিত হয়েছে সিনেমাটি।
আয়োজক ডায়াস্পারা ৭১ সৈয়দ এনাম ইসলাম, জামাল আহামেদ খান, জুয়েল রাজ, জেসমিন চৌধুরী, রানা মেহের, অর্জুন মান্না ড: রায়হান রশীদ সহ আরো একদল মানুষ সামাজিক দায় থেকেই এই আয়োজন করেছেন বলে জানান।
আয়োজকদের পক্ষ থেকে সৈয়দ এনাম বলেন, ব্রিটেনের শিশু কিশোর ও মুক্তিযুদ্ধাদের জন্য সিনেমাটি আমরা ফ্রি টিকেটের ব্যবস্থা করেছি। যাতে করে ব্রিটেনের নতুন প্রজন্ম বাংলাদেশের ঐতিহাসিক প্রেক্ষাপট ও বর্তমান বাংলাদেশ নিয়ে ভাবতে পারে। প্রজন্ম থেকে প্রজন্ম গৌরবময় ইতিহাসকে ধারণ করতে পারে, এই ভাবনা থেকেই এমন আয়োজন আমাদের।
দর্শক হিসাবে স্ত্রী সন্তানদের নিয়ে এসে ছিলেন সাংবাদিক ও সাংস্কৃতিক কর্মী ঈসা খান রাশেদ। তিনি জানান, আমি আমার সন্তানদের নিয়ে এসেছি গল্পের ছলে এই মাইক’-এর মাধ্যমে তারা বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণসহ স্বাধীনতার ইতিহাস সহজভাবে বুঝতে পারে। একই সঙ্গে মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের সঠিক ইতিহাস তুলে ধরতে ‘মাইক’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তিনি মনে করেন। হল ফেরত দর্শকরা এই সিনেমাটি অন্যান্য শহরে প্রদর্শনীর ব্যবস্থা করারও আহবান জানিয়েছেন অনেকে।
লন্ডনের স্কুল শিক্ষক সবিতা শামসাদ তাঁর স্কুলের ১৩ জন ছাত্র ও ১৬ জন অভিভাবককে নিয়ে এসেছিলেন। তারা মাইক সিনেমা এবং সিনেমা হলের পরিবেশ উপভোগ করেছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী সবিতা বলেন, আমি দেশপ্রেমিক। কোন রাজনৈতিক দলের কর্মী নই, প্রবাসের নতুন প্রজম্মকে ইতিহাস ঐতিহ্যের সাথে যুক্ত করার প্রয়াস থেকেই তাদেরনিয়েআসা।
আয়োজকদের অন্যতম একজন জামাল আহমেদ খান বলেন, মাইক সিনেমার মধ্য দিয়ে যে আওয়াজ বা বার্তা আমরা পৌঁছাতে চেয়েছি, সেই জয়বাংলা আওয়াজ টি আমরা ছড়িয়ে দিতে পেরেছি নতুন প্রজন্মের কাছে এইটাই আমাদের প্রাপ্তি।
যুক্তরাজ্যের দূর দূরান্তের বিভিন্ন শহর থেকে দর্শকেরা সিনেমাটি দেখতে আসেন এবং বিষয়বস্তুর জন্য নির্মাতা ও প্রদর্শনীর আয়োজকদের ভূয়সী প্রশংসা করেন।
বিবার্তা/জুয়েল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]