
শেখ মুজিবুর রহমানের জীবনী নিয়ে নির্মিত চলচ্চিত্র ‘মুজিব: একটি জাতির রূপকার’ ২০২৩ সালে মুক্তি পায়। এ সিনেমায় অভিনয় করেছিলেন নুসরাত ইমরোজ তিশা। ৫ আগস্টের পর সিনেমাটিতে তার অভিনয় করা নিয়ে নানা বিতর্ক উঠে। অবশেষে বিষয়টি নিয়ে কথা বলেছেন অভিনেত্রীর স্বামী ও অন্তর্বর্তী সরকারের সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।
সোমবার (২৮ এপ্রিল) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে উপদেষ্টা এক প্রশ্ন জবাবে বলেন, প্রত্যেকে তার প্রফেশন লাইফের ব্যাপারে স্বাধীন। আপনি কী এমন মনে করেন, আমরা এমন সমাজে বাস করছি যেখানে; আমার স্ত্রী তার প্রফেশনাল সিদ্ধান্ত নেওয়ার আগে আমার অনুমতি নেবে? অথবা আমি আমার প্রফেশনাল সিদ্ধান্ত নেওয়ার আগে আমি আমার স্ত্রীর অনুমতি নেব। আমি এমনটা মনে করি না।
উপদেষ্টা যোগ করেন, অভিনয় তার (তিশা) প্রফেশন। সে তার সিদ্ধান্ত নিয়েছে; উনি (তিশা) উত্তর দিতে পারবেন কোন পরিস্থিতিতে, কেন তাকে মুজিব সিনেমা করতে হয়েছে। অভিনয় তার প্রফেশন, এখানে আমার ভুল করার কী আছে আমি বুঝতে পারি নাই।
প্রসঙ্গত, মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব : একটি জাতির রূপকার’-এ শেখ মুজিবুর রহমানের স্ত্রী ফজিলাতুন্নেসা মুজিবের ভূমিকায় অভিনয় করেছিলেন নুসরাত ইমরোজ তিশা। ২০২৩ সালে মুক্তিপ্রাপ্ত সিনেমাটি পরিচালনা করেছিলেন ভারতের খ্যাতনামা পরিচালক শ্যাম বেনেগাল।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]