কুষ্টিয়ায় পৃথক স্থানে বজ্রপাতে নিহত ২
প্রকাশ : ০১ মে ২০২৫, ০১:১৭
কুষ্টিয়ায় পৃথক স্থানে বজ্রপাতে নিহত ২
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ায় পৃথক স্থানে বজ্রপাতে ২জন নিহত হয়েছেন। এরমধ্যে কুমারখালীতে জহুরুল মৃধা (৪৮) নামে এক কৃষক এবং মিরপুরে আব্দুল কুদ্দুস (২৮) নামে অপর এক ট্রলি চালক।


৩০ এপ্রিল, বুধবার দুপুর ১২টার দিকে কুমারখালী উপজেলার কয়া ইউনিয়নের সুলতানপুর গ্রামের পদ্মার চরে বজ্রপাত ঘটে কৃষক জহুরুল মৃধা নিহত হোন। সে একই গ্রামের চয়েন মৃধার ছেলে।


স্থানীয়রা জানায়, কৃষক জহুরুল মৃধা পদ্মা নদীর চরে কৃষি জমিতে কাজ করছিলেন। এসময় বৃষ্টি শুরু হলে সে বাড়িতে যাওয়ার পথে বজ্রপাত ঘটলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।


দুর্ঘটনার বিষয়ে কয়া ইউনিয়ন পরিষদের চেয়্যারম্যান আলহাজ্ব আলী হোসেন জানান, পদ্মার চরে কয়েকজন কৃষক কৃষিকাজ করছিলো। এ সময় বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে।


কুমারখালী উপজেলার নির্বাহী অফিসার এস এম মিকাইল ইসলাম বলেন, বজ্রপাতে একজন কৃষকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় সরকারী ভাবে যতটুকু সাহায্য সহযোগিতা করা সম্ভব সেটা আমরা করবো।


অপরদিকে দুপুর ১টার দিকে মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ছাইবাড়িয়া বিলে ট্রলিতে করে ধান নিয়ে আসার সময় বজ্রপাত ঘটে ট্রলি চালক আব্দুল কুদ্দুস নিহত হোন। সে মিরপুর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের চারমাইল এলাকার মফিজ উদ্দিনের ছেলে।


বিবার্তা/শরীফুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com