
আমির খান পরিবারের নতুন বছর শুরু হয়েছে বিয়ের সানাইয়ের সুরে। গত ৩ জানুয়ারি মুম্বাইয়ে এক বিলাসবহুল হোটেলে আইনি বিয়ে সেরেছেন আমির খানের কন্যা ইরা খান। দীর্ঘ দিনের প্রেমিক নূপুর শিখরেকে আইনি মতে বিয়ে করেন ইরা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আত্মীয়, পরিজন ও বর-কনের কাছের বন্ধুরা।
মায়ানগরীতে পারিবারিক অনুষ্ঠানের পর এ বার উদয়পুরে জাঁকজমক করে উদ্যাপনের পালা। রাজস্থানের উদয়পুরের এক বিলাসবহুল হোটেলে ইরা ও নূপুরের বিয়ের অনুষ্ঠান। গায়েহলুদ, মেহেন্দি, সঙ্গীত বাদ নেই কিছুই।
ইতোমধ্যেই শুরু হয়ে গিয়েছে বিয়ের আগের অনুষ্ঠানে। সমাজমাধ্যমের পাতায় দেখা গিয়েছে মেহেন্দির অনুষ্ঠানের ছবি। সাদা ও হালকা গোলাপি রঙের পোশাকে সেজে হাতে মেহেন্দি পরতে দেখা গিয়েছিল ইরাকে। এ বার সেই অনুষ্ঠানেই আমিরকে দেখা গেল অন্য অবতারে।
অন্যান্য বলিউড বিয়ের মতো নিজের বিয়েতে মোবাইল ফোন বা ছবি তোলা নিয়ে তেমন কড়াকড়ি রাখেননি ইরা। আমির-কন্যার মেহেন্দির ছবি তাই আগেই দেখা গিয়েছিল সমাজ মাধ্যমে।
এ বার সেই অনুষ্ঠানের আরও ছবি প্রকাশ্যে আসতে দেখা গেল আমিরকে। মেহেন্দির সময় ইরার পাশেই বসেছিলেন তারকা। হালকা নীল রঙের পোশাক পরে মেয়ের পাশে বসে নিজের হাতেও মেহেন্দি পরলেন আমির। মেয়ের বিয়েতে বাবার এই রূপ দেখে খুশি তাঁর অনুরাগীরাও।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]