
ফেনীর সোনাগাজীতে চোর ধরার জেরে এক ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা করা হয়েছে। ৩০ এপ্রিল, বুধবার বিকালে উপজেলার জিতপুরে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে এক নারীসহ দুজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন সোনাগাজী থানার ওসি।
জানাগেছে, বুধবার সকালে উপজেলার মতিগঞ্জ ইউনিয়নের জিতপুর তেমুহানী এলাকায় আবদুল মতিনের চা দোকানে চুরি করার সময় হৃদয় (২৫) নামে এক যুবককে জাপটে ধরেন এলাকাবাসী। এতে ক্ষিপ্ত হয়ে হৃদয়ের স্বজনরা ব্যবসায়ী মতিনকে পিটিয়ে মারাত্মক জখম করে। স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাগাজী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে, চিকিৎসক মৃত ঘোষণা করেন। সে জিতপুর গ্রামের রুহুল আমিনের ছেলে।
মতিনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে গ্রামবাসী হৃদয়ের বাড়িতে হামলা করে এবং হৃদয় ও তার মা শাহিনা আক্তারকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেন।
আবদুল মতিনের স্ত্রী আয়েশা আক্তার বলেন, গ্রামবাসী মিলে চোর ধরেছে। সেই চোর ও তার সহযোগীরা মতিনাকে পিটিয়ে মেরেছে।
সহকারি পুলিশ সুপার (সোনাগাজী সার্কেল) মোহাম্মদ তাছলিম বলেন, ঘটনাস্থল থেকে দুজনকে গ্রামবাসীর সহযোগিতায় আটক করা হয়েছে। লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।
বিবার্তা/মনির/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]