
মঞ্চনাটকের মাধ্যমে অভিনয়ে আসে ভারতীয় চলচ্চিত্রের দর্শকপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা দাস। এরপর নাম লেখান চলচ্চিত্রে। বড় পর্দায় পা রেখেই নজর কাড়েন তিনি। তারপর আর পেছন ফিরে তাকাতে হয়নি এই অভিনেত্রীকে।
বাঙালি পরিবারের মেয়ে শ্রদ্ধা এবার সংসার বাঁধতে যাচ্ছেন। প্রেমিককে বিয়ে করবেন বলে খবর প্রকাশ করেছে টলিউড ডটনেট।
একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেন, ‘এক ব্যবসায়ীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন শ্রদ্ধা দাস। এ প্রেমিকেরে সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তিনি। আগামী গ্রীষ্মে সাতপাকে বাঁধা পড়বেন এই অভিনেত্রী।’
ভারতীয় গণমাধ্যম শ্রদ্ধার বিয়ের খবর প্রকাশ করলেও এ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেননি এই অভিনেত্রী।
ভারতের মুম্বাইয়ে জন্মগ্রহণ করেন শ্রদ্ধা দাস। বেড়েও উঠেছেন এই শহরে। মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ে স্নাতক ডিগ্রি লাভ করেন তিনি। ২০০৮ সালে তেলেগু ভাষার ‘সিধু ফ্রম সিকাকুলাম’ সিনেমার মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে।
২০১০ সালে ‘লাহোর’ সিনেমার মাধ্যমে বলিউড ইন্ডাস্ট্রিতে পা রাখেন শ্রদ্ধা দাস। ২০১৪ সালে ‘রয়েল বেঙ্গল টাইগার’ সিনেমার মাধ্যমে ভারতীয় বাংলা সিনেমায় অভিষেক ঘটে তার। তবে আল্লু অর্জুনের সঙ্গে ‘আরিয়া টু’ ও প্রভাসের ‘ডার্লিং’ সিনেমায় অভিনয় করে প্রশংসা কুড়ান শ্রদ্ধা।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]