
গতসপ্তাহেই গুজব ছড়িয়ে ছিল যে, স্টুডিওতে ফিরে আসার পরিকল্পনা করছেন ব্রিটনি স্পিয়ার্স। কিন্তু হঠাৎ করে সেই গুজবকে মিথ্যে করে নিজেই ঘোষণা দিলেন, তিনি আর কখনো সংগীত জগতে ফিরবেন না।
ব্রিটনি স্পিয়ার্স বলেছেন যে তিনি "কখনও সঙ্গীত শিল্পে ফিরে আসবেন না"। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ৪ জানুয়ারি, বৃহস্পতিবার এ তথ্য জানান।
মার্কিন একটি গণমাধ্যম জানিয়েছিল, ব্রিটনি স্পিয়ার্স দশম স্টুডিও অ্যালবামের জন্য গীতিকারদের সঙ্গে ব্যস্ত সময় পার করছেন।
ইনস্টাগ্রামে স্পিয়ার্স লেখেন, এসব বেশির ভাগ খবরই ভুয়া। আমি নতুন অ্যালবামের জন্য বিভিন্ন লোকের সঙ্গে কাজ করছি। আমি আর কখনোই মিউজিক ইন্ডাস্ট্রিতে ফিরছি না।
স্পিয়ার্স বলেছেন, তিনি কেবল মজা করার জন্য সঙ্গীত লিখেছেন। তিনি এও জানান, গেল দুই বছরে মানুষের জন্য ২০টিরও বেশি গান লিখেছেন।
২০২২ সালের আগস্টে স্যার এলটন জনের সঙ্গে ‘হোল্ড মি ক্লোজার’ গানটি গেয়ে ছয় বছরের বিরতি ভাঙেন স্পিয়ার্স। অগণিত ভক্তও চেয়েছিলেন আবার সংগীতে ফিরে আসুক তিনি।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]