
বছরের শুরুতে হাসপাতালের পোশাকে ফ্রেমবন্দি হলেন উরফি জাভেদ। মুখে লাগানো অক্সিজেন মাস্ক। হাসপাতালের বিছানায় শুয়ে রয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে অসুস্থতার খবরটি নিজেই জানিয়েছেন তিনি। তবে হঠাৎ কি কারণে হাসপাতালে ভর্তি হয়েছেন সেটা এখনও জানা যায়নি।
৪ জানুয়ারি, বৃহস্পতিবার তাঁকে এই ছবিটি ইনস্টাগ্রামের স্টোরিতে পোস্ট করতে দেখা গিয়েছিল। যদিও তার মাত্র কয়েক ঘণ্টা পরেই তিনি সেটা ডিলিট করে দেন।
তবে হাসপাতালের বিছানায় উরফিকে দেখে মন খারাপ অনেকেরই। কি হয়েছে তার? এমন প্রশ্নে যেন রহস্যের জট বেঁধেছে ভক্ত-অনুরাগীদের মনে। পাশাপাশি তার দ্রুত সুস্থ হয়ে ওঠার অপেক্ষায় সবাই।
এর আগে ২০২২ সালের আগস্টে জ্বরের তাপমাত্রা অনেক বেশি হওয়ায় হাসপাতালে ভর্তি করানো হয়েছিল উরফিকে। এবারেও ঠিক তেমনই কিছু হলো কিনা সেটা বোঝা যাচ্ছে না।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]