আরবাজ খানের বিয়ের পর মালাইকা-অর্জুনের সম্পর্কে ফাটল
প্রকাশ : ০৫ জানুয়ারি ২০২৪, ১৬:১৪
আরবাজ খানের বিয়ের পর মালাইকা-অর্জুনের সম্পর্কে ফাটল
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

পাঁচ বছর চুটিয়ে প্রেম করার পর নাকি বিচ্ছেদের রাস্তায় হেঁটেছেন মালাইকা অরোরা ও অর্জুন কাপুর। মাস কয়েক ধরেই চাপা গুঞ্জন অর্জুন-মালাইকার সম্পর্ক নিয়ে। যদিও সেই গুঞ্জন রীতিমতো ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন দুই পক্ষ।


যখনই তাঁদের সম্পর্ক ভাঙার খবর এসেছে, তখনই হয় মালাইকাকে নিয়ে ডিনার ডেটে গিয়েছেন বা অর্জুনের জন্মদিনে নাচতে দেখা গিয়েছে মালাইকাকে। তবে ধোঁয়াশা ছিলই। এ বার যেন সত্যিটা এল প্রকাশ্যে।


ঘনিষ্ঠ সূত্রের খবর, মাস দুয়েক আগেই নাকি প্রেম ভেঙেছে অর্জুন-মালাইকার।


২০১৭ সালে আরবাজের সঙ্গে ১৮ বছরের দাম্পত্য জীবনে ইতি টানেন মালাইকা। এর বছর দুয়েকের মধ্যেই নতুন করে বয়সে ১২ বছরের ছোট অর্জুনের প্রেমে মজেন তিনি। এই অভিনেতার জন্যই নাকি বিয়ে ভাঙে মালাইকার এমন গুঞ্জন রয়েছে বিটাউনে।


প্রায় বছর দুয়েক লুকিয়ে প্রেম করার পর ২০১৯ সালে নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যে আনেন মালাইকা-অর্জুন। দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর গত বছরের শেষ থেকে সম্পর্কে চিড় ধরে এই জুটির প্রেমে।


যদিও মালাইকার জীবনে যখন প্রেম সংকট, সেই সময় ঘোরতর সংসারী অভিনেত্রীর প্রাক্তন স্বামী আরবাজ। সপ্তাহখানেক আগেই রূপটান শিল্পী সুরা খানকে বিয়ে করেন অভিনেতা। এই মুহূর্তে স্ত্রীকে নিয়ে মধুচন্দ্রমিয়া রয়েছেন আরবাজ। সেই সময় যেন ঝড় উঠল মালাইকার জীবনে।


বিবার্তা/এমজে

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com