
দক্ষিণ ভারতীয় সিনেমা ইন্ডাস্ট্রিতে পা রাখতে চলছেন বলিউড অভিনেত্রী কারিনা কাপুর। দীর্ঘদিন ধরেই দক্ষিণী সিনেমায় অভিষেকের গুঞ্জন শোনা যাচ্ছিল তার। অবশেষে সেই গুঞ্জনই সত্যি হতে চলেছে অভিনেত্রীর।
৪ জানুয়ারি, বৃহস্পতিবার পিংকভিলার এক প্রতিবেদনে বলা হয়েছে, বিগ বাজেটের দক্ষিণী সিনেমায় অভিনয় করতে চলছেন কারিনা কাপুর। প্রাথমিক পর্যায়ে কথাবার্তা ইতোমধ্যে চূড়ান্ত। ‘টক্সিক’ সিনেমায় মূল চরিত্রে দেখা যাবে তাকে।
জানা গেছে, ‘টক্সিক’ নামের সিনেমাটিতে মূল চরিত্রে দেখা যাবে কারিনাকে। সিনেমায় দক্ষিণের ‘কেজিএফ’ খ্যাত তারকা যশের সঙ্গে জুটি বাঁধবেন এই অভিনেত্রী। সিনেমাটি পরিচালনা করবেন গীতু মোহনদাস।
‘কেজিএফ’র ব্যাপক সাফল্যের পর এই সিনেমাটি নিয়ে যশের বিশ্বাস, ‘টক্সিক’ তার আগের ব্লকবাস্টারের সাফল্যকেও ছাড়িয়ে যাবে।
অন্যদিকে ‘টক্সিক’র সুবাদে দক্ষিণী ইন্ডাস্ট্রিতে হেভিওয়েট এন্ট্রি হতে চলেছে কারিনার। ২০২৫ সালের ১০ এপ্রিল মুক্তি পাবে কারিনা-যশের ‘টক্সিক’।
বিবার্তা/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]