‘ওয়ান ইলেভেন’ : রাজনৈতিক নেতা গাউসুল আলম শাওন
প্রকাশ : ১২ জুন ২০২৩, ১৮:১০
‘ওয়ান ইলেভেন’ : রাজনৈতিক নেতা গাউসুল আলম শাওন
বিনোদন ডেস্ক
প্রিন্ট অ-অ+

কামরুল ইসলাম রিফাতের পরিচালনায় সাইকোলজিক্যাল থ্রিলার ‘ওয়ান ইলেভেন’ সিনেমায় চুক্তিবদ্ধ হলেন গাউসুল আলম শাওন। অভিনয়ের পাশাপাশি সিনেমাটির সহ-প্রযোজক হিসেবেও চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।


১০ জুন রাজধানীর একটি রেস্তোরায় এই চুক্তিস্বাক্ষর অনুষ্ঠিত হয়। চুক্তিস্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ‘ওয়ান ইলেভেন’ চলচ্চিত্রের নির্বাহী প্রযোজক রবিন শামস।


সিনেমাটিতে চুক্তি হওয়ার পর গাউসুল আলম শাওন সমকালকে বলেন, ওয়ান ইলেভেন ছবিটির গল্প, এর প্রপার টিম ও কাজের ধরণ আমাকে মুগ্ধ করেছে। তাই কো-প্রডিউসার হিসেবেও থাকছি। পাশাপাশি এতে আমি একজন রাজনৈতিক নেতার চরিত্রে অভিনয় করব। সিনেমাটির সব কিছুই প্রপার অ্যারেজমেন্ট নিয়ে হচ্ছে। তাই আমার বিশ্বাস এটি ভালো কিছুই হবে।’


মিডিয়া পোস্টের ব্যানারে নির্মিত হতে যাওয়া চলচ্চিত্রটির কাহিনি লিখেছেন হুমায়ুন কবির বিশ্বাস। সংলাপ লিখেছেন মোজাফফর হোসেন। চিত্রনাট্য সংশোধন ও পরিমার্জন করেছেন গুণী চলচ্চিত্রকার যুগল নূরুল আলম আতিক ও মাতিয়া বানু শুকু।


‘ওয়ান ইলেভেন’ সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করবেন আফজাল হোসেন। এছাড়াও অনেক মেধাবী ও গুণী অভিনয়শিল্পী এরই মধ্যে সাথে সম্পৃক্ত হয়েছেন। খুব শীঘ্রই সিনেমাটির শুটিং শুরু হবে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com