
ভালোবেসে বিয়ে করেছিলেন ওপার বাংলার সিনেমার জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য ও শিল্পী মধুরিমা গোস্বামী। ২০২০ সালে সাতপাকে বাঁধা পড়েন এই জুটি। বিয়ের মাত্র ৪ বছরের মাথায় গুঞ্জন ছড়িয়েছে, ভেঙে যাচ্ছে তাদের সংসার।
বিষয়টি নিয়ে এবার মুখ খুলেছেন অনির্বাণের স্ত্রী। টিভি নাইনকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন, ‘এখনও এসব নিয়ে এত আলোচনা চলছে? আমার তো ভেবেই হাসি পাচ্ছে।’
বিচ্ছেদ প্রশ্নে এই অভিনয়শিল্পী বলেন, ‘একেবারেই না। আমার কিন্তু আপনার প্রশ্নটা খারাপ লাগেনি। বরং সত্যি যদি আমার আর অনির্বাণদার বিবাহবিচ্ছেদ ঘটত, একটু খারাপ লাগত এই ফোনটা এলে। তবে বিষয়টা যেহেতু সত্যি নয়, আমি কিছু মনে করছি না। বরং খোলাখুলি বলতে চাইছি যে, পুরোটাই গুজব।’
তাহলে বিবাহবিচ্ছেদের গুজব কেন শুরু হলো? মধুরিমা বলেন, ‘এটা যে কেন রটেছে বলতে পারব না। খালি এটুকু বলতে পারি বিষয়টা সত্যি নয়।’
এবারই প্রথম নয়, গত বছরও এ দম্পতির সংসার ভাঙার গুঞ্জন চাউর হয়েছিল। একটি সূত্র ভারতীয় সংবাদমাধ্যমে বলেছিল, ‘দু’জনের দূরত্বের কথা অনেকেই এখন জানেন বা অনুভব করছেন।’ এ গুঞ্জনের সত্যতা নিয়ে মধুরিমা বলেছিলেন, ‘এ নিয়ে কোনো মন্তব্য করতে চাই না।’ তারপর সময়ের সঙ্গে এ দম্পতির বিচ্ছেদের খবরে ভাটা পড়ে।
মধুরিমার বাবা পদ্মশ্রীখ্যাত মূকাভিনয় শিল্পী নিরঞ্জন গোস্বামী। তিনি নিজেও নাট্যচর্চার সঙ্গে যুক্ত। তার পড়াশোনাও থিয়েটার নিয়ে। অনির্বাণের সঙ্গে একত্রে নাট্য প্রযোজনায় কাজও করেছেন।
মঞ্চনাটকের মাধ্যমে অভিনয়ে নাম লেখান অনির্বাণ ভট্টাচার্য। পরবর্তীতে চলচ্চিত্র ক্যারিয়ার শুরু করেন তিনি। তার অভিনীত উল্লেখযোগ্য চলচ্চিত্র হলো— ‘ঈগলের চোখ’, ‘আরশি নগর’, ‘কলকাতায় কলম্বাস’, ‘ধনঞ্জয়’, ‘দেবী’, ‘দ্বিতীয় পুরুষ’, ‘শাহজাহান রিজেন্সি’ প্রভৃতি।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]