১২০০ শিক্ষার্থীর মাঝে শেকৃবি ছাত্রশিবিরের কোরআন উপহার প্রদান
প্রকাশ : ১৯ মার্চ ২০২৫, ২০:৪২
১২০০ শিক্ষার্থীর মাঝে শেকৃবি ছাত্রশিবিরের কোরআন উপহার প্রদান
শেকৃবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) গণ কোরআন উপহার কর্মসূচির আয়োজন করেছে শেকৃবি ছাত্রশিবির। ছাত্রশিবিরের সহযোগী সংগঠন শেকৃবি দাওয়াহ অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় এই গণ কোরআন উপহার অনুষ্ঠানে প্রায় ১২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন।


১৯ মার্চ, বুধবার বিকেল ৩ টায় ‘কোরআন উপহার' শিরোনামে ছাত্রশিবিরের দাওয়াত কার্যক্রম সম্প্রসারণের অংশ হিসেবে এ প্রগ্রাম আয়োজিত হয়। বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মাঠে পুরুষ শিক্ষার্থীদের জন্য একটি বুথ এবং ড. কাজী এম বদরদ্দোজা গবেষণা কেন্দ্রের সামনে নারী শিক্ষার্থীদের জন্য একটি বুথসহ দুটি পৃথক বুথ থেকে কোরআন বিতরণ করা হয়।


একজন অংশগ্রহণকারী শিক্ষার্থী এই আয়োজন সম্পর্কে বলেন, ‘আজকের কোরআন উপহার কর্মসূচি সত্যিই অসাধারণ। বিগত বছরগুলোতে এমন বৃহৎ পরিসরে কোরআন উপহার কর্মসূচি আয়োজন আমরা দেখিনি। এত শিক্ষার্থীর একত্রিত হওয়া এবং সম্মিলিতভাবে কোরআন গ্রহণ করা নিঃসন্দেহে প্রশংসনীয় উদ্যোগ। ছাত্রশিবির এর এমন কার্যক্রম নিশ্চয়ই শিক্ষার্থীদের মাঝে একটা সুন্দর পরিবেশ সৃষ্টি করবে ও ইসলামিক আদর্শ এর প্রভাব ফেলবে।


শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সভাপতি আবুল হাসান বলেন, আমরা যেহেতু বাংলাদেশ ছাত্রশিবির সমৃদ্ধ বাংলাদেশ গড়ার কাজে নিয়োজিত হয়েছি সেটাকে সামনে রেখেই এই উপহারটি সকলের মাঝে বিতরণ করেছি। আমাদের হিসেব মতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নানা ধরনের সাহিত্য অধ্যায়ন করে, কিন্তু তাদের জন্য যে কুরআন অবতীর্ণ করা হয়েছে তা তারা অনুধাবন করতে পারছে না।


বিশ্ববিদ্যালয়ের প্রায় ৮০ ভাগ শিক্ষার্থীর কাছে কোরআন নেই। কোরআন থাকলেও তাদের কাছে যে কোরআন এর একটি সরল অনুবাদ থাকা দরকার সেটিও তাদের কাছে নেই। আমরা সেই অনুধাবন এর জায়গা থেকে সিদ্ধান্ত নিয়েছি বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রীদের জন্য মহান আল্লাহ তায়ালার দেয়া বিশেষ উপহার যেটা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর উপর নাযিল হয়েছেন সেটি উপহার দেয়ার।


বিবার্তা/ফাহিম/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com