
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হাসান মোহাম্মদ রোমানের ওপর প্রকাশ্যে শারীরিকভাবে যে হামলা ও নির্যাতন চালানো হয়েছে তার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি।
সোমবার (১২ জানুয়ারি) ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. নিজামুল হক ভূইয়া ও সাধারণ সম্পাদক ড. জিনাত হুদার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, গত ১০ জানুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার দায়িত্ব পালন করতে গিয়ে ন্যক্কারজনক হামলার শিকার হয়েছেন হাসান মোহাম্মদ রোমান। কর্তব্যরত উক্ত শিক্ষককে শারীরিকভাবে যে নির্যাতন করা হয় এবং প্রক্টর অফিসে তাকে দীর্ঘক্ষণ আটকে রাখা হয়, তা একটি সভ্য সমাজে নজিরবিহীন ও অকল্পনীয় ঘটনা। একইভাবে ১১ জানুয়ারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক জয়নার হোসেনের উপর গুরুতর আক্রমণ হয়েছে।
মব সন্ত্রাসের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় শিক্ষকবৃন্দের উপর যে শারীরিক নির্যাতন ও হেনস্তা চালানো হচ্ছে তা শুধু লজ্জাজনক, অমানবিক নাঃ সরাসরি আইন ও বিশ্ববিদ্যালয় শৃঙ্খলার উপর আঘাত। বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও প্রক্টরিয়াল বডির নির্লিপ্ত ভূমিকা ও পৃষ্ঠপোষকতায় এ ধরনের সংঘবদ্ধ ও পরিকল্পিত সন্ত্রাস ক্রমেই বেড়ে চলছে। এ সকল ঘটনার সাথে সম্পৃক্ত দোষীদের শান্তির পরিবার্ড বিশ্ববিদ্যালয়ের প্রশাসন বরং শিক্ষকদের নানান অজুহাতে নির্যাতন ও শাস্তি প্রদান করার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করছে। সহকারী অধ্যাপক জয়নার হোসেন এবং মোহাম্মদ রোমানের উপর হামলাকারীদের অতি দ্রুত তদন্তের মাধ্যমে বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের জোর দাবি জানাচ্ছি।
একই সাথে গত ৮ জানুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হলের নাম পরিবর্তনের যে সিদ্ধান্ত গৃহীত হয় তার তীব্র নিন্দা জানাচ্ছি। উল্লেখ্য, আশির দশাক ঢাকা বিশ্ববিদ্যালয়ে শেখ মুজিবুর রহমান এবং জিয়াউর রহমান নামে দুটি ছাত্রাবাস পাশাপাশি নির্মাণ করা হয়। এ দুটি হলের পাশাপাশি অবস্থান দীর্ঘদিন ধার রাজনৈতিক সহনশীলতার প্রতীক হয়ে ওঠা সত্ত্বেও বঙ্গবন্ধু হলের নাম পরিবর্তনের উদ্যোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। এটি রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবং বিশ্ববিদ্যালয় সহনশীল রাজনৈতিক সংস্কৃতি বিকাশের পরিপন্থি। ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে ক্যাম্পাসে সহনশীল পরিবেশ বজায় রাখা এবং ছাত্র, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী তথা বিশ্ববিদ্যালয় পরিবারের সকলের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।
বিবার্তা/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]