প্রগতিশীল শিক্ষক সমাজের বিবৃতি
মব সন্ত্রাস করে শিক্ষক সমাজ দমন মেনে নেয়া হবে না
প্রকাশ : ১২ জানুয়ারি ২০২৬, ১২:৪৫
মব সন্ত্রাস করে শিক্ষক সমাজ দমন মেনে নেয়া হবে না
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ-এর বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জয়নব বিনতে হোসেনের ওপর সংঘটিত নৃশংস মব হামলার ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও বিচারের আওতায় আনা দাবিতে বিবৃতি দিয়েছে বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় প্রগতিশীল শিক্ষক সমাজ।


সোমবার (১২ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানে বিবৃতিতে বলা হয়, রবিবার রাত ১০টার দিকে রাজধানীর ঢাকায় সংঘটিত নৃশংস মব হামলা শিকার হন গোপালগঞ্জ-এর বাংলা বিভাগের সহকারী অধ্যাপক জয়নব বিনতে হোসেন। একজন শিক্ষক—যিনি জ্ঞানচর্চা, মানবিক মূল্যবোধ এবং মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী—তার ওপর এ ধরনের বর্বর হামলা কেবল একজন ব্যক্তির ওপর আঘাত নয়; এটি দেশের শিক্ষা ব্যবস্থা, প্রগতিশীল চিন্তা ও সাংবিধানিক অধিকারসমূহের ওপর সরাসরি আক্রমণ।


অত্যন্ত উদ্‌বেগের সঙ্গে লক্ষ্য করছি যে, গত প্রায় ১৬ মাস ধরে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পরিকল্পিতভাবে অসাম্প্রদায়িক, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষক সমাজকে লক্ষ্য করে জীবননাশের উদ্দেশ্যে মব সন্ত্রাস চালানো হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান, যা হওয়ার কথা ছিল মুক্ত চিন্তার নিরাপদ আশ্রয়, আজ তা ক্রমশ সন্ত্রাসীদের অভয়ারণ্যে পরিণত হচ্ছে—এ এক ভয়াবহ ও অশনিসংকেত পূর্ণ বাস্তবতা।


এই ধরনের হামলা প্রমাণ করে যে, মব সন্ত্রাস তৈরি করে শিক্ষক সমাজকে দমন করতে চায়। আমরা স্পষ্টভাবে বলতে চাই—এই সন্ত্রাস, এই বর্বরতা, এই অগণতান্ত্রিক অপচেষ্টা কোনোভাবেই মেনে নেওয়া হবে না।


আমরা অবিলম্বে— ১. জয়নব বিনতে হোসেন-এর ওপর হামলাকারীদের চিহ্নিত করে দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।
২. সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার কার্যকর ব্যবস্থা গ্রহণের আহ্বান জানাচ্ছি।
সময় এসেছে—ভয় নয়, ঐক্য গড়ে তোলার। শিক্ষক সমাজ, শিক্ষার্থী, সংস্কৃতিকর্মী, নাগরিক সমাজসহ মুক্তচিন্তার সকল মানুষকে বিভেদ ভুলে এক কাতারে দাঁড়িয়ে এই মব সন্ত্রাসের বিরুদ্ধে শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলতে হবে। শিক্ষা প্রতিষ্ঠানকে সন্ত্রাস মুক্ত কারাই আমাদের অঙ্গীকার।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2026 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com