ইবিতে গ্রীন ফোরামের সিয়াম বিষয়ক আলোচনাসভা
‘সামাজিক অবক্ষয় রোধে উপযুক্ত গাইডবুক আল-কোরআন’
প্রকাশ : ১৮ মার্চ ২০২৫, ১৭:০৮
‘সামাজিক অবক্ষয় রোধে উপযুক্ত গাইডবুক আল-কোরআন’
ইবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘নৈতিক ও সামাজিক অবক্ষয় রোধে সিয়াম সাধনার প্রভাব’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৮ মার্চ) বিশ্ববিদ্যালয়ের গগণ হরকরা গ্যালারিতে এর আয়োজন করে ইসলামী মূল্যবোধে বিশ্বাসী শিক্ষকদের সংগঠন ‘গ্রীণ ফোরাম’।


আলোচনা সভায় সংগঠনটির সহ-সভাপতি অধ্যাপক ড. আবু সিনার সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে ছিলেন অধ্যাপক ড. আ ছ ম তরীকুল ইসলাম। এছাড়া কলা অনুষদের ডিন অধ্যাপক ড. এমতাজ হোসেন, ইউট্যাবের সভাপতি অধ্যাপক ড. তোজাম্মেল হোসেন, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক ড. ফারুকুজ্জামান ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্রীন ফোরামের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান।


এছাড়াও ছাত্রদল ইবি শাখার সদস্য সচিব মাসুদ রুমী মিথুন, ইসলামী ছাত্রশিবিরের ইবি শাখার সভাপতি মাহমুদুল হাসান, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির সমন্বয়ক মুখলেসুর রহমান সুইট সহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


প্রধান আলোচকের বক্তব্যে অধ্যাপক ড. তরীকুল ইসলাম বলেন, সিমায় সাধনা অন্যান্য ফরজ ইবাদতের মতই ফরজ। এর মধ্যে রয়েছে মানসিক, দৈহিক ও সামাজিক অনেক উপকারিতা। এটি একটি জান্নাতি উপহার। সুন্দর সমাজ বিনির্মানে সিয়ামের রয়েছে অনবদ্য ভ‚মিকা। আমরা সবাই চাই একটা সুন্দর সমাজ হোক। কিন্তু সুন্দর সমাজ গড়তে যে পরিকল্পনা বাস্তবায়ন করা দরকার আমরা তা গ্রহণ করতে পারিনি। নৈতিক ও সামাজিক অবক্ষয় রোধে উপযুক্ত গাইডবুক আল-কোরআনকে অবতীর্ণ করা হয়েছে। এই গাইডবুক গোটা পৃথিবীকে নান্দনিক করে গড়ে তুলতে যেভাবে কথা বলে এতে করে নৈতিক অবক্ষয় আর থাকার কথা নয়। এসময় তিনি কোরআন হাদিসের আলোকে নৈতিক ও সামাজিক অবক্ষয় রোধে সিয়াম সাধনার প্রভাব আলোচনা করেন।


বিবার্তা/জায়িম/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com