
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) কর্মরত সাংবাদিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে আয়োজিত ৫ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার সমাপ্তি ও সনদ বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েট ট্রেনিং ইনস্টিটিউটের (জিটিআই) প্রশিক্ষণ কক্ষে এই সমাপনী আয়োজন করা হয়।
'এগ্রি বিজনেস মার্কেটিং, ইনভেস্টিগেটিভ অ্যান্ড ডিজিটাল মিডিয়া জার্নালিজম’ বিষয়ক এ কর্মশালায় অংশ নেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ১৭ জন সাংবাদিক এবং ২ জন জনসংযোগ কর্মকর্তা। বিশ্ববিদ্যালয়ের অর্থায়নে ও জিটিআই-এর সার্বিক তত্ত্বাবধানে ৫ দিনব্যাপী ওই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
জিটিআই-এর পরিচালক অধ্যাপক ড. বেনতুল মাওয়ার সভাপতিত্বে সমাপনী অনুষ্ঠানের সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) ব্যবস্থাপনা পরিচালক মো. মাহবুব মোরশেদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক এবং বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড. অনুরাধা ভদ্র। এছাড়াও উপস্থিত ছিলেন জিটিআই অধ্যাপক ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) পূর্ণকালীন সদস্য অধ্যাপক ড. মাছুমা হাবিব, প্রশিক্ষণ কোর্সের সহ-সমন্বয়ক অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক,
প্রভোস্ট কাউন্সিলের আহ্বায়ক অধ্যাপক ড. মো. রুহুল আমীন, নিরাপত্তা শাখার পরিচালক অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম, ইন্টারন্যাশনাল ডেস্কের পরিচালক অধ্যাপক ড. মো. শহীদুল ইসলাম, জনসংযোগ ও প্রকাশনা দফতরের ভারপ্রাপ্ত পরিচালক মো. তৌফিকুল ইসলাম প্রমুখ।
সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও ক্রেস্ট বিতরণ করা করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। এসময় সেরা দুই প্রশিক্ষণার্থীকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। পরবর্তীতে এবছরের প্রশিক্ষণ স্মরণিকা 'নব জাগরণ'-এর মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ। জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় নতুন স্বাধীনতার আলোকে এবারের স্মরণিকার নামকরণ করা হয়েছে 'নব জাগরণ'।
অনুষ্ঠানে ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক বলেন, 'আমরা চাই বস্তুনিষ্ঠ সংবাদ। বিশেষ করে সংবাদের শিরোনামের ক্ষেত্রে বস্তুনিষ্ঠতা বজায় রাখা বেশি জরুরি। এমন ধরনের আকর্ষণীয় শিরোনাম দেওয়া যাবে না, যা বিশ্ববিদ্যালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন করে বা বিষয়বস্তুকে খারাপভাবে উপস্থাপন করে। পাঁচ দিনের এই প্রশিক্ষণে অর্জিত সকল জ্ঞান সাংবাদিকদের নীতিবান ও পরিপূর্ণ সাংবাদিক হিসেবে গড়ে উঠতে সহায়ক হবে বলে আশা করছি।'
অনুষ্ঠানের সম্মানিত অতিথি মো. মাহবুব মোরশেদ বলেন, কৃষি গবেষণার অগ্রগতি এবং ভালো কাজের প্রচারণায় দক্ষ সাংবাদিক অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাংবাদিকদের দক্ষতা বৃদ্ধিতে এ ধরনের প্রশিক্ষণ অবশ্যই প্রশংসনীয়। তবে বার্ষিক এই একটি প্রশিক্ষণই কেবল যথেষ্ট নয়; বিশ্ববিদ্যালয় প্রশাসন বা জিটিআই কর্তৃপক্ষ চাইলে দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যমের সাংবাদিকদের নিয়ে আরও কর্মশালার আয়োজন করতে পারে। এতে করে সাংবাদিকদের পেশাগত মান আরও উন্নত হবে। পাশাপাশি গণমাধ্যমের সাথে বিশ্ববিদ্যালয়ের যোগাযোগের বিষয়টিও উন্নত হবে।
বিবার্তা/আমান/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]