
বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রশাসনের নিষ্ক্রিয়তা ও শিক্ষার্থীদের উপর হয়রানিমূলক মামলা দায়েরের প্রতিবাদে প্রতীকী কফিন মিছিল করেছে আন্দোলনরত শিক্ষার্থীরা।
বুধবার (৩০ এপ্রিল) রাত ৮টায় ক্যাম্পাসের গ্রাউন্ড ফ্লোর থেকে মিছিলটি শুরু হয়ে ঢাকা-কুয়াকাটা মহাসড়কের পাশে গিয়ে অবস্থান নেয়। পরে প্রক্টর অফিসের সামনে ‘মৃত প্রক্টর’ লেখা প্ল্যাকার্ডসহ প্রতীকী কফিন স্থাপন করা হয়।
শিক্ষার্থীদের অভিযোগ, তারা ৪ দফা দাবি জানালেও প্রশাসন কোনো আলোচনা না করে উলটো হয়রানিমূলক মামলা ও জিডি করেছে।
তারা বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসন এখন মৃতপ্রায়; তাই প্রতীকী জানাজার আয়োজন করা হয়েছে। আন্দোলনরত শিক্ষার্থীরা অবিলম্বে দাবি মেনে নেওয়া ও সব হয়রানিমূলক পদক্ষেপ প্রত্যাহারের আহ্বান জানান।
বিবার্তা/মৃত্যুঞ্জয়/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]