
ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক এ এস এম মাকসুদ কামাল বলেছেন, সংগঠনের জন্য বঙ্গবন্ধু মন্ত্রিত্ব পর্যন্ত ছেড়ে দিয়েছিলেন। এ দেশের স্বাধীনতা এনে দিয়েছেন। যতদিন পৃথিবী টিকে থাকবে, ততদিন বঙ্গবন্ধুর আদর্শ বেঁচে থাকবে।
রবিবার (১৭ মার্চ) জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় বক্তৃতা করেন তিনি।
অধ্যাপক মাকসুদ কামাল বলেন, বঙ্গবন্ধু যা বিশ্বাস করতেন, তা-ই সাহসিকতার সঙ্গে বাস্তবায়ন করতেন।
তিনি বলেন, বঙ্গবন্ধু ছোটবেলা থেকেই অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী ছিলেন। সব পরিস্থিতিতে তিনি দেশের কথা ভেবেছেন। সংগঠনের জন্য তিনি মন্ত্রিত্ব পর্যন্ত ছেড়ে দিয়েছিলেন। এ দেশের স্বাধীনতা এনে দিয়েছেন।
ঢাবি ভিসি বলেন, যারা পাকিস্তানি চিন্তাধারা লালন করেন, তারা কখনোই বঙ্গবন্ধুকে সঠিকভাবে চিত্রায়িত করতে চান না।
তিনি বলেন, বঙ্গবন্ধু বেঁচে থাকলে বিদেশি শিক্ষার্থীরা ঢাকা বিশ্ববিদ্যালয় পড়তে আসত।
অধ্যাপক মাকসুদ বলেন, আগামীর বাংলাদেশ হবে তরুণদের বাংলাদেশ, শিশুদের বাংলাদেশ। বর্তমানে সাম্প্রদায়িকতার নামে যারা বিভ্রান্তি চড়াচ্ছে, তারা অতীতেও ছিল। তাদের অপপ্রচারে বিভ্রান্ত হওয়া যাবে না।
বিবার্তা/মাসুম
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]