
ময়মনসিংহের গৌরীপুরে মাওহা ইউনিয়নে মাওহা উচ্চ বিদ্যালয়ের মাঠে বুধবার (৭ মে) বেলা ১১ টায় ব্রাক কৃত্রিম প্রজনন এন্টারপ্রাইজ কর্তৃক আয়োজিত উন্নত জাতের বাছুর প্রদর্শনী প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়।
১২০ টি বাছুর নিয়ে এ প্রদর্শনী অনুষ্ঠানে অংশগ্রহণ করেন খামারিরা। এদের থেকে ২০ টি বাছুর মান উন্নত হওয়া তাদের পুরস্কৃত করা হয়। মোঃ মোজাম্মেল হক নামের এক খামারিকে ১ম পুরস্কার স্মার্টফোন প্রদান করা হয়। অন্যান্য খামরিদেরকে ভিন্ন ভিন্ন পুরস্কার প্রদান করা হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা :মোহাম্মদ ওয়াহিদুল আলম। উপ-পরিচালক কৃত্রিম প্রজনন কেন্দ্র ময়মনসিংহ ডা :মোহাম্মদ রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডা :মোঃ মাহবুবুল আলম, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা, ডা : ফরিদা ইসলাম, জেলা সিওরোেজোনালিস্ট, ডা : মোঃ নাজিমুল হক, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, ডা :মোঃ শিহাব উদ্দিন, ব্রাক জেলা সমন্বয়কারী, মোঃ জাহাঙ্গীর আলম, জোনাল সেলস ম্যানেজার মোঃ আশরাফুল ইসলাম। সভাপতিত্ব করেন এ জি এম ( ব্রাক প্রধান কার্যালয়) ডা: মোঃ শওকত আলী। এছাড়াও উক্ত অনুষ্ঠানে মাওহা ইউনিয়নের চেয়ারম্যান আল ফারুক উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে গৌরীপুর প্রেস ক্লাবের সভাপতি কাজী আব্দুল্লাহ আল আমিন, সাধারণ সম্পাদক শেখ মোহাম্মদ বিপ্লব, গৌরীপুর সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি মো: শাহজাহান কবির হিরা, সাংবাদিক ফারুক আহমেদ, মোঃ হুমায়ুন কবির, ওবায়দুর রহমান, মাহফুজুর রহমান, আব্দুর রউফ দুদু উপস্থিত ছিলেন।
বিবার্তা/হুমায়ুন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]