শিক্ষা
চবি ক্যারিয়ার ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও অরিয়েন্টেশন অনুষ্ঠিত
প্রকাশ : ০৬ মে ২০২৫, ২১:৫৯
চবি ক্যারিয়ার ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও অরিয়েন্টেশন অনুষ্ঠিত
চবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের (সিইউসিসি) এর ২য় বার্ষিক সাধারণ সভা (এজিএম) ও সাধারণ সদস্য ৭.O অরিয়েন্টেশন ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (৬ মে) বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।


তিন পর্বের অনুষ্ঠানের বার্ষিক সাধারণ সভার আলোচনা পর্বে সাজিয়া রহমান ও মোঃ দিশাদ সাব্বিরের সঞ্চালনায় এতে স্বাগত বক্তব্য রাখেন ক্লাবের সদ্য বিদায়ী সাধারণ সম্পাদক আনিকা নাওয়ার জাহান।


এছাড়াও বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নুসরাত নিম্মি, সাবেক সভাপতি সাফায়েত হোসেন তুষার, প্রতিষ্ঠাকালীন সভাপতি শাহরিয়ার আলম।


স্বাগত বক্তব্যে আনিকা নাওয়ার জাহান বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব সবসময় শিক্ষার্থীদের মাঝে ক্যারিয়ারের লক্ষ্যে কাজ করে যায়। এজন্য আমরা বিভিন্ন প্রোগ্রাম করে থাকি। এটা নতুন সদস্যদের জন্য অরিয়েন্টেশন প্রোগ্রাম আর আমাদের জন্য বিদায় অনুষ্ঠান। আপনারা যারা নতুন জেনারেল মেম্বার এসেছেন আপনাদের বলব ক্লাবে শুধু আশা যাওয়া না করে আপনারা ক্লাব থেকে নিজেদের স্কিল ডেভেলপ করবেন।


সাবেক সভাপতি সাফায়েত হোসেন তুষার বলেন, আমরা টার্গেট করতাম একটা বা দুইটা মেগা ইভেন্ট করব কিন্তু বর্তমান ক্যারিয়ার ক্লাব এমন একটা জায়গায় পৌঁছেছে যে অনেকগুলো মেগা ইভেন্ট রাখছে। দেশের উত্থান পতনের মধ্য দিয়েও বিগত কমিটি অনেকগুলো ইভেন্ট বাস্তবায়ন করেছে। যা প্রশংসার দাবি রাখে। আমাদের ক্যারিয়ার ক্লাব আরো সাফল্য অর্জন করবে এটাই আমাদের প্রত্যাশা।


প্রতিষ্ঠাকালীন সভাপতি শাহরিয়ার আলম তাঁর বক্তব্যে ক্যারিয়ার ক্লাবের যাত্রার বিষয়ে তাঁর অভিজ্ঞতা ও ক্যারিয়ার ক্লাবের পথচলার শুরুর যাত্রা সম্পর্কে বর্ণনা করেন। তিনি বলেন, ক্যারিয়ার ক্লাবে এসে আপনারা অনেক নেটওয়ার্ক পাবেন।


সমাপনী বক্তব্যে সদ্য বিদায়ী সভাপতি শাফায়েত নওশান জামিল বলেন, আপনারা যারা নতুন এসেছেন আপনাদের প্রতি আমার কথা হলো ক্যারিয়ার ক্লাব আপনাকে কিছুই শিখিয়ে দিবে না। আপনি যদি ক্লাবে আসেন, কাজ করেন তাহলেই আপনি শিখতে পারবেন।


এতে সদ্য বিদায়ী কার্যনির্বাহী কমিটির যাবতীয় কার্যক্রম সম্পর্কে জানিয়ে প্রেজেন্টেশন আকারে ডকুমেন্টারি উপস্থাপন করেন সদ্য বিদায়ী সভাপতি শাফায়েত নওশান জামিল।


তানজিম আশরাফ রাতুল ও সাদিয়া শরীফ শান্তা সঞ্চালনায় নতুন কমিটির নাম ঘোষণা পর্বে ২০২৫-২৬ কার্যবর্ষের কমিটি ঘোষণা করেন ক্লাবের সাবেক নেতৃবৃন্দ।


এরপর সদ্য বিদায়ী ও সাবেক দায়িত্বশীলদের মাঝে ক্রেস্ট বিতরণ করা হয়।


৩য় পর্ব সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এটি সমাপ্ত হয়।


বিবার্তা/মহসিন/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com