
ঢাকা বিশ্ববিদ্যালয়ের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এর নাম পরিবর্তনের প্রতিবাদ জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ।সেই সাথে অবিলম্বে হলের নাম পূর্বের মতো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল নামকরণ বহাল রাখার জোর দাবি জানান তারা।
৮ সেপ্টেম্বর, সোমবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এই প্রতিবাদ জানিয়েছেন শিক্ষকবৃন্দ।
বিবৃতিতে বলা হয়, আমরা গভীর উদ্বেগ ও ক্ষোভের সাথে জানাচ্ছি যে, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে প্রতিষ্ঠিত হলের নাম পরিবর্তন করে শেখ মুজিবুর রহমান হল নামকরণ করেছেন, যা দুঃখজনক ও শিষ্টাচার বহির্ভূত।
বিবৃতিতে আরো বলা হয়, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের স্থপতি, মহান মুক্তিযুদ্ধ ও স্বাধীনতার মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে প্রতিষ্ঠিত হলের নাম পরিবর্তন করে বঙ্গবন্ধুর মর্যাদাহানি করার যে পদক্ষেপ ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়েছেন, তার মাধ্যমে মূলত আমাদের মহান মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করা হয়েছে। বাংলাদেশের সংবিধান অনুযায়ী বঙ্গবন্ধু আমাদের জাতির পিতা। এ বিষয়ে বিতর্ক তৈরির কোনো সুযোগ নেই।
এতে আরো বলা হয়, আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কতৃর্ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল এর নাম পরিবর্তনের প্রতিবাদ জানাই এবং অবিলম্বে হলের নাম পূর্বের মতো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল নামকরণ বহাল রাখার জোর দাবি জানাচ্ছি।
বিবৃতিতে স্বাক্ষর করেন:
১। অধ্যাপক ড. জিনাত হুদা
২। অধ্যাপক ড. নিম চন্দ্র ভৌমিক
৩। অধ্যাপক ড. এম অহিদুজ্জামান
৪। অধ্যাপক ড. আনোয়ার হোসেন
৫। অধ্যাপক ড. হারুনর রশীদ খান
৬। অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার
৭। অধ্যাপক ড. আ. ক. ম. জামাল উদ্দীন
৮। অধ্যাপক ড. সৈয়দ হুমায়ুন আক্তার
৯। অধ্যাপক ড. হোসেন মনসুর
১০। অধ্যাপক ড. কাজল কৃষ্ণ ব্যানার্জি
১১। অধ্যাপক ড. এম জেড মামুন
১২। অধ্যাপক ড. আমিনুল হক ভূঁইয়া
১৩। অধ্যাপক ড. আখতার উল ইসলাম
১৪। অধ্যাপক ড. সাইফুল ইসলাম খান
১৫। অধ্যাপক ড. তৌহিদা রশীদ
১৬। অধ্যাপক ড. শবনম জাহান
১৮। অধ্যাপক ড. কামাল উদ্দিন
১৯। অধ্যাপক ড. জসীম উদ্দীন
২০। অধ্যাপক ড. মোহাম্মদ আজমল হোসেন ভূঁইয়া
২১। অধ্যাপক ড. শেখ হাফিজুর রহমান কার্জন
২২। অধ্যাপক ড. মোঃ আকরাম হোসেন
২৩। অধ্যাপক ড. জামিলা এ চৌধুরি
২৪। অধ্যাপক ড. সুব্রত সাহা
২৫। অধ্যাপক ড . আফজাল হোসেন
২৬। অধ্যাপক ড. রাফিউল ইসলাম
২৭। অধ্যাপক ড. বাহাউদ্দীন
২৮। অধ্যাপক ড. সুরাইয়া আখতার
২৯। অধ্যাপক ড. আব্দুর রাজ্জাক খান
৩০। ড. সিদ্ধার্থ দে
৩১। ড. মোঃ রায়হান সরকার
৩২। ড. নীলিমা আক্তার
৩৩। অধ্যাপক ড. মিজানুর রহমান
৩৪। মোঃ ইব্রাহীম মিয়া
৩৫। অধ্যাপক ড. এস এম আব্দুর রহমান
৩৬। অধ্যাপক ড. আবু সারা শামসুর রউফ
৩৭। অধ্যাপক ড. মুহাম্মদ জাবেদ হোসেন
৩৮। ড. মাহমুদুর রহমান
৩৯। অধ্যাপক ডঃ মোঃ আসাদুজ্জামান
৪০। ড. বেলাল হোসেন
৪১। অধ্যাপক ড. আবদুর রাজ্জাক খান
৪২। অধ্যাপক ড. ফিরোজ জামান
৪৩। অধ্যাপক ড. মাহবুব আল মারুফ
৪৪। অধ্যাপক ড. রাফিউল ইসলাম
৪৫। অধ্যাপক ড. মাহবুবুর রহমান
৪৬। অধ্যাপক ড. জাভীদ ইকবাল বাঙালী
৪৭। অধ্যাপক ড. সোমা দে
৪৮। অধ্যাপক ড. আব্দুর রহমান
৪৯। ড. মোঃ আজহার উদ্দিন ভূঁইয়া
৫০। শাহরিমা তানজিন অর্নি
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]