শেরপুরে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আর্থিক সহায়তা পেলেন ১১০ শিক্ষার্থী
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৪
শেরপুরে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আর্থিক সহায়তা পেলেন ১১০ শিক্ষার্থী
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শেরপুরে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ ১১০ জন শিক্ষার্থীকে একাদশ শ্রেণীতে ভর্তির জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ডপস (ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ফর হিউম্যান পটেনশিয়াল সাসটেইনেবিলিটি)।


সোমবার (৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে শেরপুর শহরের গৌরিপুর এলাকায় ডপস ক্যাডেট মেসে এ সহায়তা বিতরণ করা হয়। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তির জন্য ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০ টাকা করে ১১০ জন শিক্ষার্থী এ সহায়তা প্রদান করা হয়।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক সংগঠনের প্রতিষ্ঠাতা মো. শাহিন মিয়া বিএসপি। এতে প্রধান অতিথি ছিলেন শেরপুর ডায়াবেটিস সমিতির সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া। বিশেষ অতিথি ছিলেন আয়োজক সংগঠনের সভাপতি সার্জেন্ট (অবঃ) শহিদুর রহমান, সাধারণ সম্পাদক রাবেয়া সুলতানা ও সাংবাদিক মান্নান সোহেল।


অনুষ্ঠানে অভিভাবক, শিক্ষার্থীসহ আয়োজক সংগঠনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও সদস্যরা উপস্থিত ছিলেন।


বিবার্তা/জাহিদুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com