
শেরপুরের ঝিনাইগাতীতে বিনামূল্যে বিভিন্ন প্রজাতির ১০ হাজার গাছের চারা বিতরণের কার্যক্রম শুরু করা হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১০ টার দিকে উত্তরণ পাবলিক স্কুলে এই কার্যক্রমের উদ্বোধন করেন ইউএনও মো. আশরাফুল আলম রাসেল।
জলবায়ু পরিবর্তন ট্রাস্ট ফান্ডের আওতায় বন অধিদপ্তরের বাস্তবায়নাধীন বিরূপ প্রভাব মোকাবেলায় সারা দেশ ব্যাপী ব্যাপক বনায়নের লক্ষ্যে (৪র্থ পর্যায়) শীর্ষক প্রকল্পের আওতায় এ উপজেলায় বিভিন্ন প্রজাতির ১০ হাজার গাছের চারা বিনামূল্যে বিভিন্ন প্রতিষ্ঠান ও বিভিন্ন শ্রেণি পেশার নাগরিকদের মাঝে বিতরণ করবে ময়মনসিংহ বন বিভাগের রাংটিয়া রেঞ্জ।
গাছের চারা বিতরণের কার্যক্রম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ময়মনসিংহ বন বিভাগের রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল করিম। এ সময় উপস্থিত ছিলেন উত্তরণ পাবলিক স্কুলের পরিচালক মো. রফিকুল ইসলাম, প্রধান শিক্ষক মো. মেহেদী হাসান, ইউপি সদস্য ও সাংবাদিক মো. জাহিদুল হক মনির।
ময়মনসিংহ বন বিভাগের রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আব্দুল করিম বলেন, আজ এ বিদ্যালয়ের চার শতাধিক শিক্ষার্থীদের মাঝে একটি করে পেয়ারা গাছের চারা বিতরণ করা হয়েছে। আগামী কয়েক দিনের মধ্যে এ উপজেলায় নিম, কৃষ্ণচূড়া, জাম, আমলকি, বেল, অর্জুন, বহেড়া, গামার, শিমুল, পলাশ, পেয়ারা, কাঁঠালসহ বিভিন্ন প্রজাতির ১০ হাজার গাছের চারা বিতরণ করা হবে।
বিবার্তা/জাহিদুল/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]