
ডাকসু নির্বাচনে সিসিটিভি ফুটেজ গায়েব করার অভিযোগ তুলেছেন জিএস পার্থী এস এম ফরহাদ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
পোস্টে তিনি ডাকসু নির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আনিকা তাহসিন হাফসার পোস্ট উদ্বৃতি দিয়ে বলেন, শুরুতেই জড়িতের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানোর পাশাপাশি বারবার সিসিটিভি ফুটেজ চেয়েও পাইনি, বরং সে দলটার নাটক মঞ্চায়ন ব্যর্থ হওয়ার কারণে দলীয় শিক্ষক ও কর্মকর্তাদের সহযোগিতায় তারা সিসিটিভি ফুটেজ গায়েব করে দিয়েছে।
হাফসা তার পোস্টে বলেন, ব্যালট পেপারে আগে থেকে সাদিক কায়েম আর ফরহাদ ভাইয়ের ব্যালট দাগানোর ব্যাপারে যে এটা ছড়াচ্ছেন- আপনাকে কিন্তু আমি চিনি। আপনি যখন ১নং টেবিলে ভোট দিচ্ছিলেন তার কিছুক্ষণ পরেই আমি ৩ নং টেবিলে ভোট দেই। আমার সামনে দিয়ে আপনি বের হয়ে এসব প্রপাগাণ্ডা ছড়াচ্ছেন।
এক মুহূর্তের জন্য আমিও হতবাক ছিলাম যে এটা সত্যি কী না। তাই প্রমাণ ছাড়া কোনোকিছুই আমি প্রমোট করিনি। কিন্তু এই একটা ঘটনার জন্য যদি রোকেয়া হলের ৪ হাজার ভোট প্রশ্নবিদ্ধ হয়, তাহলে এটার বিরুদ্ধে আমি নিজেই স্ট্রং স্ট্যান্ড নেব।
বিবার্তা/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]