বিশেষ প্রতিবেদন
হাকিমপুরে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২১:০৬
হাকিমপুরে প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা
হিলি, দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে ঘিরে দিনাজপুরের হাকিমপুর (হিলি) উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে চলছে প্রতিমা তৈরির ব্যস্ততা। মৃৎশিল্পীরা নিখুঁত ভাবে মাটি দিয়ে তৈরি করছেন পছন্দের প্রতিমা।


চলতি মাসের ২১ সেপ্টেম্বর (রবিবার) মহালয়ার মাধ্যমে দেবী দুর্গাকে আহ্বান জানানো হবে। আর ২৮ সেপ্টেম্বর (রবিবার) ষষ্ঠীর মধ্য দিয়ে শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা। এ উপলক্ষে প্রতিমাশিল্পীরা দিন-রাত পরিশ্রম করে গড়ে তুলছেন দেবী দুর্গা, সরস্বতী, লক্ষ্মী, কার্তিক, গণেশ ও মহিষাসুরের প্রতিমা। প্রথম মাটি, খড়, বাঁশ দিয়ে তৈরি করা হচ্ছে এসব প্রতিমা। এরপর মনের মাধুরি মিশিয়ে রংতুলির আচঁড়ে সাজিয়ে তোলা হবে প্রতিমাগুলো।


সরেজমিনে হাকিমপুর পৌর শহরের চন্ডিপুর, পালপাড়া, গোহাড়া, এবং উপজেলার আলিহাট ইউনিয়নের সাদুড়িয়া রাজনারায়ণ শাহ সার্বজনীন মন্দির, দক্ষিণ সাহাজাদপুর সার্বজনীন মন্দির ও জাংগই সার্বজনীন মন্দিরসহ বিভিন্ন স্থানে দেখা গেছে প্রতিমাশিল্পীদের কর্মব্যস্ততা।


মৃৎশিল্পী সুমন মহন্ত বলেন, প্রতিমা তৈরির কাজ আমরা পূজার অন্তত দুই মাস আগে শুরু করি। বর্তমানে মাটি, খড়, বাঁশ দিয়ে প্রতিমা তৈরি করছি। মাটি শুকিয়ে গেলে রংতুলির আচঁড়ে সাজিয়ে তোলা হবে প্রতিমা গুলো। বর্তমানে মাটি, খড়, বাঁশ ও রঙসহ সব উপকরণের দাম বেড়ে গেছে। আগে একটি দুর্গা প্রতিমা তৈরিতে ১৬ থেকে ২৫ হাজার টাকা খরচ হতো, এখন খরচ দাঁড়িয়েছে ২৫ থেকে ৪০ হাজার টাকা। আবার বড় আকারের প্রতিমা তৈরিতে এক লাখ টাকারও বেশি ব্যয় হচ্ছে। এবারে আমি উপজেলায় চারটি পূজামণ্ডপের প্রতিমা তৈরির দ্বায়িত্ব নিয়েছি। মাটি, বাঁশ ও খড় দিয়ে তৈরির কাজ প্রায় শেষের দিকে।


হাকিমপুর উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতা অলক কুমার বসাক বলেন, প্রতি বছরের মতো এবারও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গোৎসব পালনের প্রস্তুতি চলছে। উপজেলায় মোট ২০টি পূজামণ্ডপে প্রতিমা তৈরির কাজ চলছে।


আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হোসেন বলেন, উপজেলায় ২০টি মন্দিরে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। অধিকাংশ মন্দিরেই প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে। প্রতিটি ইউনিয়নে আমাদের অফিসাররা দায়িত্বে আছেন এবং নিয়মিত পূজা কমিটির সঙ্গে যোগাযোগ রাখছেন। পূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


বিবার্তা/রববানী/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com