কক্সবাজারে
সংবাদকর্মী আমিনের মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা রহস্য উন্মোচনের দাবি
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২২:৪২
সংবাদকর্মী আমিনের মৃত্যু: হত্যা নাকি আত্মহত্যা রহস্য উন্মোচনের দাবি
কক্সবাজার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কক্সবাজারের উখিয়ার তরুণ সংবাদকর্মী নুরুল আমিনের মৃত্যু ঘিরে রহস্য আরও ঘনীভূত হচ্ছে। প্রথমদিকে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে প্রচার করা হলেও দিন যত যাচ্ছে, ততই বেরিয়ে আসছে এমন সব তথ্য-প্রমাণ, যা এটিকে সুপরিকল্পিত হত্যাকাণ্ডের ইঙ্গিত দিচ্ছে।


সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও স্থানীয়দের মনে নানা প্রশ্ন ও জল্পনার জন্ম দিয়েছে। ভিডিওতে দেখা যায়, আমিন গলায় রশি নিয়ে দাঁড়িয়ে আছেন, আর কারও হাতে ধরা মোবাইলে সেই দৃশ্য ধারণ করা হচ্ছে।


তথ্য অনুযায়ী, মৃত্যুর আগে আমিন ভিডিওটি নিজের মোবাইলে সেভ করে স্ত্রীকে দিয়ে যান। তিনি স্ত্রীকে বলেছিলেন, ভিডিওতে গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে। ওই ভিডিওতে তিনি সরাসরি কয়েকজন মাদক ব্যবসায়ীর নামও উল্লেখ করেন।


স্থানীয়দের দাবি, মৃত্যুর আগে মানুষ সচরাচর মিথ্যা বলে না। তাই ভিডিওতে উল্লিখিত নামগুলোই প্রমাণ করে, আমিন মাদক সিন্ডিকেটের হাতে টার্গেট হয়েছিলেন। মৃত্যুর আশঙ্কা আগেভাগেই টের পেয়ে তিনি রেখে যান ভিডিও বার্তা, যাতে তার মৃত্যুর পর অপরাধীরা চিহ্নিত হতে পারে।


তারা অভিযোগ করেন, ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে চালিয়ে দিতে এখন কিছু প্রভাবশালী মহল সক্রিয়। এর পেছনে কাজ করছে একটি শক্তিশালী রাজনৈতিক প্রভাবশালী মাদক চক্র।


আমিনের পরিবার ও এলাকাবাসী একযোগে দাবি তুলেছেন, এটি আত্মহত্যা নয়, সরাসরি হত্যাকাণ্ড। তাদের মতে, ভিডিওতে যাদের নাম উল্লেখ করেছেন, তাদের দ্রুত আইনের আওতায় এনে জিজ্ঞাসাবাদ করলে প্রকৃত সত্য বেরিয়ে আসবে। একইসঙ্গে তারা আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানিয়েছেন, দ্রুত এ ঘটনার রহস্য উন্মোচন করে দোষীদের বিচারের মুখোমুখি করতে।


এ ব্যাপারে উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জিয়াউল হকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ঘটনায় এখনো পরিবারের পক্ষ থেকে থানায় কেউ অভিযোগ বা মামলা দায়ের করেনি। অভিযোগ করলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


বিবার্তা/ফরহাদ/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com