নৈশপ্রহরীকে মারধরের প্রতিবাদে দোকান বন্ধ রেখে ব্যবসায়ীদের বিক্ষোভ ও মানববন্ধন
প্রকাশ : ০৯ সেপ্টেম্বর ২০২৫, ২২:৪৩
নৈশপ্রহরীকে মারধরের প্রতিবাদে দোকান বন্ধ রেখে ব্যবসায়ীদের বিক্ষোভ ও মানববন্ধন
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জামালপুরের সরিষাবাড়ীতে বাজার পাহাদারকে মারধরের ঘটনায় ও বিচারের দাবীতে মানববন্ধন, বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে ব্যবসায়ীরা।


মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের মাজালিয়া বাজারে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এ ঘটনায় সকাল থেকে বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখেন ব্যবসায়ীরা।


বাজার কমিটি ও ব্যবসায়ীদের সূত্রে জানা যায়, সম্প্রতি বাজারের বিভিন্ন দোকানে একাধিক চুরির ঘটনা ঘটে। চুরি ঠেকাতে মাজালিয়া বাজারের ব্যবসায়ীরা পাহারার জন্য আব্দুল মান্নান (গুদু মাল) ও সুরুজ্জামান কালু নামে দুই জন পাহারাদার নিয়োগ দেয়। প্রতিদিনের মতো বাজার পাহারা দেয়ার সময় সোমবার মাঝরাতে মাজালিয়া গ্রামের লাল মিয়ার ছেলে আসাদুজ্জামান বাবুর সাথে পাহারাদার মান্নানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে বাবু তাকে মারধর করেছে বলে ব্যবসায়ীদের কাছে অভিযোগ করেন মান্নান। এর প্রতিবাদে ও বিচারের দাবীতে মানববন্ধন, প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেন ব্যবসায়ীরা।


এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, মাজালিয়া বাজার কমিটির সভাপতি ইদ্রিস আলী, ঔষধ ব্যবসায়ী ছানোয়ার হোসেন, মাসুদ রেজা, হারুন অর রশীদ প্রমুখ। এসময় তারা পাহারাদারকে মারধর করার প্রতিবাদ ও বিচার দাবি করে মাদকমুক্ত বাজার রাখতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।


বিবার্তা/মনির/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com