
গোপালগঞ্জে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত হয়েছে। প্রযুক্তির যুগে সাক্ষরতার প্রসার এই প্রতিপাদ্য নিয়ে দিবসটি পালিত হয়।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি র্যালী বের করা হয়। র্যালীটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় একই স্থানে গিয়ে শেষ হয়। পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরো যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।
জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামান সভায় সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) রুলি বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সাখাওয়াত হোসেন সেন্টু এবং জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক শামীম আহমেদ খান।
বক্তারা বলেন, বর্তমান সরকার সাক্ষরতার হার বৃদ্ধি ও শিক্ষার প্রসারে নিরলসভাবে কাজ করছে। প্রযুক্তির সুবিধা কাজে লাগিয়ে শিক্ষা খাতকে আরও এগিয়ে নিতে হবে। পাশাপাশি জেলা পর্যায়ে প্রতিটি শিক্ষার্থীকে শিক্ষার আলোয় আলোকিত করতে শিক্ষা সংশ্লিষ্ট সকলকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তারা।
বিবার্তা/শান্ত/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]