সারাদেশ
তালায় জলবায়ু পরিবর্তন ও নদী ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২১:১৪
তালায় জলবায়ু পরিবর্তন ও নদী ব্যবস্থাপনা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত
তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সাতক্ষীরার তালায় জলবায়ু পরিবর্তন ও নদী ব্যবস্থাপনা সম্পর্কে যুবসমাজের সক্ষমতা বিকাশের লক্ষ্যে স্কুল-কলেজ পর্যায়ে প্রচারণা বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে উত্তরণ, যুব পানি কমিটি ও পাঠক ফোরামের যৌথ উদ্যোগে এ কর্মশালার আয়োজন করা হয়।


কর্মশালায় সভাপতিত্ব করেন বে-সরকারি উন্নয়ন সংস্থা উত্তরণের পরিচালক শহিদুল ইসলাম এবং সঞ্চালনা করেন অধ্যাপক রেজাউল করিম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা দীপা রাণী সরকার।


বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, জামায়াতে ইসলামীর সাতক্ষীরা জেলা নায়েবে আমির ডা. মাহমুদুল হক, জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ডা. আফতাপ হোসেন, জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, তালা সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, তালা উন্নয়ন কমিটির সদস্য সচিব সফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক একাডেমিক পরিদর্শক প্রভাষ কুমার দাশ, তালা মহিলা কলেজের ছাত্রী জবা দাশ, যুব পানি কমিটির সদস্য মো. তোহা মোড়ল ও শহীদ মুক্তিযোদ্ধা কলেজের শিক্ষার্থী বন্যা খাতুন।


কর্মশালায় গবেষণাপত্র উপস্থাপন করেন কেন্দ্রীয় পানি কমিটির সাধারণ সম্পাদক ও দক্ষিণ-পশ্চিম অঞ্চলের নদী-পানি গবেষক হাসেম আলী ফকির। অনুষ্ঠানে জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থী ও সুশীল সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


প্রধান অতিথির বক্তব্যে দীপা রাণী সরকার বলেন, “জলাবদ্ধতা নিরসনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করতে হবে এবং যারা জলাবদ্ধতার জন্য দায়ী তাদের চিহ্নিত করে ব্যবস্থা নেওয়া হবে। দায়িত্ব গ্রহণের পর থেকেই খাল-বিলের নেপটপাটা অপসারণ করেছি এবং বিল অঞ্চলের সব গেইট ও কালভার্টের মুখ পরিষ্কার করা হয়েছে।”


বিবার্তা/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com