ঝিনাইগাতীতে ব্যবসায়ীদের সাথে বিএনপি নেতার মতবিনিময় ও গণসংযোগ
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৮:৩৭
ঝিনাইগাতীতে ব্যবসায়ীদের সাথে বিএনপি নেতার মতবিনিময় ও গণসংযোগ
শেরপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

শেরপুরের ঝিনাইগাতীতে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা ও গণসংযোগ করেছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য মো. মাহমুদুল হক রুবেল।


রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা থেকে উপজেলার নলকুড়া ইউনিয়নের ভারুয়া বাজার ও গৌরিপুর ইউনিয়নের হলদিবাটা চৌরাস্তা, মেইল গেট, বনগাঁও বাজারের ব্যবসায়ীদের সঙ্গে পৃথক পৃথক ভাবে রাত ১১এা পর্যন্ত এ মতবিনিময় করেন তিনি।


এসব সভায় সাবেক এ সংসদ সদস্য তার বক্তব্যে বলেন, আমরা প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতি চাইনা। আমরা সকল মত ও পথের মানুষদের সাথে নিয়ে জাতীয়তাবাদের আদর্শে ভালোবাসা, উদারতা ও সম্প্রীতির বন্ধনে সকলকে আবদ্ধ করতে চাই। আগামীদিনে আমরা ব্যবসায়ী বান্ধব পরিবেশ গড়তে বদ্ধপরিকর। আগামী জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করেন তিনি।


এছাড়া এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি, সমসাময়িক রাজনীতি ও আসন্ন জাতীয় সংসদ নির্বাচনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।


পরে ভারুয়া, হলদিবাটা চৌরাস্তা, মেইল গেট, বনগাঁও বাজারের ব্যবসায়ী ও সর্বস্তরের জনসাধারণের সঙ্গে কুশলাদি বিনিময় করেন তিনি।


এসব মতবিনিয় সভা ও গণসংযোগে উপজেলা ও ইউনিয়ন বিএনপি ও এর অঙ্গ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


বিবার্তা/জাহিদুল/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com