সারাদেশ
হাকিমপুরে রাজনৈতিক মামলায় আ'লীগ কর্মী গোলাম রব্বানী আটক
প্রকাশ : ০৮ সেপ্টেম্বর ২০২৫, ২১:১৪
হাকিমপুরে রাজনৈতিক মামলায় আ'লীগ কর্মী গোলাম রব্বানী আটক
হিলি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের হাকিমপুর হিলিতে রাজনৈতিক মামলায় আ'লীগের কর্মী গোলাম রব্বানীকে (৪০) আটক করেছে থানা পুলিশ । আটক ব্যক্তি উপজেলা আ'লীগের সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুন উর রশিদ হারুন এর ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন বলে জানা গেছে।


রবিবার (৭ সেপ্টেম্বর) বিকালে হিলি রাজধানী মোড় থেকে তাকে আটক করা হলেও আজ তাকে রাজনৈতিক মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।


আটক গোলাম রব্বানী উপজেলার দক্ষিণ বাসুদেবপুর (রাজধানী মোড়) এলাকার আব্দুর রহিমের ছেলে।


হাকিমপুর থানা অফিসার ইনচার্জ নাজমুল হক বলেন, দক্ষিন বাসুদেবপুর (রাজধানী মোড়) এলাকার বাসিন্দা গোলাম রব্বানী তিনি উপজেলা আ'লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান হারুন উর রশিদ এর ম্যানেজার ছিলেন। সে আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত থাকায় রাজনৈতিক মামলায় সন্দেহভাজন আসামি ছিলেন। এ কারণে তাকে আটকের অভিযান চালায় পুলিশ। কিন্তু দীর্ঘদিন ধরে তিনি পলাতক থাকায় আটক করা সম্ভব হয়নি গতকাল রবিবার হিলিতে আসলে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে তাকে আটক করা হয়।


তিনি আরও বলেন, রবিবার গোলাম রব্বানীকে আটকের খবর পেয়ে ওই দিন বিকেলই উৎসুক জনতা থানার সামনে দীর্ঘক্ষণ আটক ব্যক্তির বিচারের দাবিতে বিক্ষোভ করেন। আমরা তাকে গ্রেফতার ও তার বিচারের বিষয়ে তাদেরকে আশ্বস্ত করা হলে পরিস্থিতি শান্ত হয়। আজ তার বিরুদ্ধে মামলা দায়েরপূর্বক আদালতে প্রেরণ করা হয়েছে।


বিবার্তা/রব্বানী/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com