
ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বাকুলিয়া গ্রামে মাদক ব্যবসায় বাঁধা দেওয়ায় ৪ সহোদরসহ একই পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম করেছে মাদক কারবারীরা।
রবিবার (৭ সেপ্টেম্বর) রাত ৯ টার দিকে কালীগঞ্জ পৌরসভার বাকুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। এঘটনার নেপথ্যে নারী ঘটিত ও মাদক ব্যবসা উভয়ই জড়িত বলে জানায় এলাকাবাসী। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
আহতরা হলেন, বাকুলিয়া গ্রামের গোলাম নবী (৬৮) তার ভাই ইসলাম হোসেন (৬৪) আমিরুল ইসলাম (৫৫) সিয়াম হোসেন (৫০) ও ইসলাম হোসেনের ছেলে আসলাম হোসেন (২৮)। এদের মধ্যে আসলাম ও তার চাচা গোলাম নবীর শারিরীক অবস্থার অবনতি হলে, রাতেই তাদের দু’জনকে যশোর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়।
আহত আমিরুলের স্ত্রী কেয়া খাতুন জানান, তাদের গ্রামের সোহেল ও সাগর চিহ্নিত মাদক ব্যবসায়ী। গ্রামের মধ্যেই তারা দীর্ঘদিন ধরে মাদকদ্রব্য বিক্রি করে আসছে। রবিবার রাতে আসলাম তাদেরকে গ্রামের মধ্যে এ অবৈধ ব্যবসা করতে নিষেধ করে। এরপর তারা আসলামের সঙ্গে বাকবিতন্ডায় জড়িয়ে এক পর্যায়ে মারধর শুরু করে। এ সময় আসলামের পরিবারের লোকজন এগিয়ে আসলে তারা আসলামের বাবা নুর ইসলাম ও চাচা গোলাম নবী, আমিরুল, সিয়ামকে ধারালো দা দিয়ে কুপিয়ে জখম করে। পরে তাদেরকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক গ্রামের একাধিক ব্যক্তি জানান, একটি নারী ঘটিত ব্যাপার নিয়ে মারামারির ঘটনার সূত্রপাত হয়েছে। নারী ঘটিত ঘটনাটিতে আসলাম নিজেই জড়িত। অপরপক্ষে হামলার সঙ্গে জড়িতদের বেশির ভাগই মাদক ব্যবসায় জড়িত।
এব্যাপারে কালীগঞ্জ থানার ওসি শফিকুল ইসলাম জানান, হামলার ঘটনায় জড়িত সোহেল, আক্তার ও আকাশ নামের ৩ জনকে রাতেই পুলিশ আটক করেছে। থানায় মামলার প্রস্ততি চলছে।
বিবার্তা/রায়হান/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]